12:58 pm, Sunday, 22 December 2024

ড. ইউনূসের নোবেল পুরস্কার কেড়ে নেওয়ার দাবি বিজেপি এমপির

  • Akram
  • Update Time : 07:23:12 pm, Sunday, 1 December 2024
  • 41

ড. ইউনূসের নোবেল পুরস্কার কেড়ে নেওয়ার দাবি বিজেপি এমপির

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

বাংলাদেশের পরিস্থিতি নিয়ে নতুন করে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গ রাজ্যের বিজেপি সংসদ সদস্য ও প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

তিনি বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নোবেল পুরস্কার ফিরিয়ে নেওয়ার দাবি জানিয়ে বলেন, যেভাবে বাংলাদেশে অন্য ধর্মের ওপর আক্রমণ চালানো হচ্ছে বিশেষ করে হিন্দু ধর্মের ওপর আক্রমণ হচ্ছে তাতে আমি মনে করি এ মুহূর্তে তার (মুহাম্মদ ইউনূস) নোবেল পুরস্কার ফিরিয়ে নেওয়া উচিত।

শনিবার (৩০ নভেম্বর) এবিপি আনন্দ চ্যানেলের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, বাংলাদেশে যা হচ্ছে তা অত্যন্ত অন্যায়। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো কার্যকরী পদক্ষেপ নেওয়া হচ্ছে না। ইউনূস গত ৯০ দিন ধরে যেভাবে সরকার চালাচ্ছেন, তা সম্পূর্ণ বেআইনি। তাদের প্রধানমন্ত্রী এখনো পদত্যাগ করেননি এবং অস্থায়ী সরকার গঠন করে তার প্রধান হয়েছেন।

এ ছাড়া গঙ্গোপাধ্যায় উল্লেখ করেন, বাংলাদেশে রাতের আঁধারে অন্য ধর্মের মানুষের ওপর যেভাবে আক্রমণ চলছে, তা বরদাস্ত করা যায় না। আন্তর্জাতিকভাবে বাংলাদেশের পরিস্থিতি লক্ষ করা হচ্ছে, এ অসভ্যতা আর চলতে পারে না। নোবেল কমিটির উচিত এখনই তার নোবেল পুরস্কার ফিরিয়ে নেওয়া।

এ দিন চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর গ্রেপ্তারি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন বিজেপি সংসদ সদস্য। তিনি বলেন, যে ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে, তাকে প্রথম দিনই অন্যান্য সাধারণ অপরাধীদের সঙ্গে রাখা হয়েছে। কোনো সভ্য দেশে এটা হওয়া উচিত নয়। আমাদের এখানে যিনি ইসকনের প্রধান আছেন, তিনি আশঙ্কা প্রকাশ করেছেন যে, তাকে যে কোনো সময় মেরে ফেলা হতে পারে। যদি তাকে আটকাতেই হয়, তাহলে গেস্ট হাউসে রাখার ব্যবস্থা করা উচিত।

Write Your Comment

About Author Information

Akram

কনক্রিট হল ব্লক- বাড়ির শক্ত ভিতের জন্য সেরা পছন্দ

ড. ইউনূসের নোবেল পুরস্কার কেড়ে নেওয়ার দাবি বিজেপি এমপির

Update Time : 07:23:12 pm, Sunday, 1 December 2024

বাংলাদেশের পরিস্থিতি নিয়ে নতুন করে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গ রাজ্যের বিজেপি সংসদ সদস্য ও প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

তিনি বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নোবেল পুরস্কার ফিরিয়ে নেওয়ার দাবি জানিয়ে বলেন, যেভাবে বাংলাদেশে অন্য ধর্মের ওপর আক্রমণ চালানো হচ্ছে বিশেষ করে হিন্দু ধর্মের ওপর আক্রমণ হচ্ছে তাতে আমি মনে করি এ মুহূর্তে তার (মুহাম্মদ ইউনূস) নোবেল পুরস্কার ফিরিয়ে নেওয়া উচিত।

শনিবার (৩০ নভেম্বর) এবিপি আনন্দ চ্যানেলের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, বাংলাদেশে যা হচ্ছে তা অত্যন্ত অন্যায়। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো কার্যকরী পদক্ষেপ নেওয়া হচ্ছে না। ইউনূস গত ৯০ দিন ধরে যেভাবে সরকার চালাচ্ছেন, তা সম্পূর্ণ বেআইনি। তাদের প্রধানমন্ত্রী এখনো পদত্যাগ করেননি এবং অস্থায়ী সরকার গঠন করে তার প্রধান হয়েছেন।

এ ছাড়া গঙ্গোপাধ্যায় উল্লেখ করেন, বাংলাদেশে রাতের আঁধারে অন্য ধর্মের মানুষের ওপর যেভাবে আক্রমণ চলছে, তা বরদাস্ত করা যায় না। আন্তর্জাতিকভাবে বাংলাদেশের পরিস্থিতি লক্ষ করা হচ্ছে, এ অসভ্যতা আর চলতে পারে না। নোবেল কমিটির উচিত এখনই তার নোবেল পুরস্কার ফিরিয়ে নেওয়া।

এ দিন চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর গ্রেপ্তারি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন বিজেপি সংসদ সদস্য। তিনি বলেন, যে ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে, তাকে প্রথম দিনই অন্যান্য সাধারণ অপরাধীদের সঙ্গে রাখা হয়েছে। কোনো সভ্য দেশে এটা হওয়া উচিত নয়। আমাদের এখানে যিনি ইসকনের প্রধান আছেন, তিনি আশঙ্কা প্রকাশ করেছেন যে, তাকে যে কোনো সময় মেরে ফেলা হতে পারে। যদি তাকে আটকাতেই হয়, তাহলে গেস্ট হাউসে রাখার ব্যবস্থা করা উচিত।