11:41 am, Sunday, 22 December 2024

ইমরান খান ও স্ত্রী বুশরা বিবির বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগসহ একাধিক মামলা

  • Akram
  • Update Time : 11:26:50 am, Friday, 29 November 2024
  • 29

ইমরান খান ও স্ত্রী বুশরা বিবির বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগসহ একাধিক মামলা

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

পাকিস্তানের সরকার সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান, তার স্ত্রী বুশরা বিবি, এবং পিটিআই দলের শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগসহ একাধিক অভিযোগ আনে। চলতি সপ্তাহে ইসলামাবাদে বিক্ষোভে অংশগ্রহণ করার কারণে তাদের বিরুদ্ধে এই মামলা দায়ের করা হয়েছে। এ সম্পর্কে প্রতিবেদন প্রকাশ করেছে আল জাজিরা।

আইন ভঙ্গ করে রাজধানী ইসলামাবাদে বিক্ষোভ করায় ইমরান খান ও বুশরা বিবিসহ অন্যান্যদের বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগ আনা হয়েছে।

এদিকে বিক্ষোভের ঘটনায় পিটিআইয়ের অন্তত ১ হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। ২০২৩ সালের আগস্ট থেকে পিটিআইয়ের প্রতিষ্ঠাতা ইমরান খান একাধিক মামলায় কারাগারে রয়েছেন। তার স্ত্রী বুশরা বিবি নয় মাসের কারাবন্দি শেষে গত অক্টোবরে মুক্তি পান।

ইমরান খানের মুক্তির দাবিতে তারই আহ্বানে সাড়া দিয়ে দলের হাজার হাজার নেতাকর্মীরা বিক্ষোভ নিয়ে ইসলামাবাদে পৌঁছান। সরকার এই বিক্ষোভ ঠেকাতে কঠোর পদক্ষেপ গ্রহণ করলেও তা উপেক্ষা করতে সক্ষম হয় পিটিআই। এই বিক্ষোভের নেতৃত্বে ছিলেন বুশরা বিবি এবং খাইবার পাখতুনখাওয়া প্রদেশের পিটিআইয়ের মুখ্যমন্ত্রী আলী আমিন গন্ডাপুর।

মঙ্গলবার বিকালে যখন বিক্ষোভ কারীরা বিক্ষোভ নিয়ে নির্দিষ্ট স্থানে পৌঁছানোর পরিকল্পনা করে তখন পাকিস্তানের প্যারামিলিটারি তাদের লক্ষ্য করে উন্মুক্ত গুলি চালায়। এরপর সন্ধ্যা নামলে ওই এলাকা খালি করার জন্য আইন প্রয়োগকারী সংস্থা দুই ঘণ্টা ধরে অপারেশন পরিচালনা করে। এর ফলে ওই রাতেই ঘটনাস্থল ত্যাগ করে বুশরা বিবি এবং গন্ডাপুর খাইবার পাখতুনখাওয়াতে চলে যান।

পরের দিন বুধবার সকালে পিটিআই বিক্ষোভ কর্মসূচি স্থগিত ঘোষণা করেন এবং কর্তৃপক্ষের বিরুদ্ধে আট জন নেতাকর্মীকে হত্যার অভিযোগ আনে। তবে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার এবং উন্নয়ন পরিকল্পনা মন্ত্রী আহসান ইকবার পিটিআইয়ের এ অভিযোগ অস্বীকার করেন।

Write Your Comment

About Author Information

Akram

কনক্রিট হল ব্লক- বাড়ির শক্ত ভিতের জন্য সেরা পছন্দ

ইমরান খান ও স্ত্রী বুশরা বিবির বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগসহ একাধিক মামলা

Update Time : 11:26:50 am, Friday, 29 November 2024

পাকিস্তানের সরকার সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান, তার স্ত্রী বুশরা বিবি, এবং পিটিআই দলের শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগসহ একাধিক অভিযোগ আনে। চলতি সপ্তাহে ইসলামাবাদে বিক্ষোভে অংশগ্রহণ করার কারণে তাদের বিরুদ্ধে এই মামলা দায়ের করা হয়েছে। এ সম্পর্কে প্রতিবেদন প্রকাশ করেছে আল জাজিরা।

আইন ভঙ্গ করে রাজধানী ইসলামাবাদে বিক্ষোভ করায় ইমরান খান ও বুশরা বিবিসহ অন্যান্যদের বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগ আনা হয়েছে।

এদিকে বিক্ষোভের ঘটনায় পিটিআইয়ের অন্তত ১ হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। ২০২৩ সালের আগস্ট থেকে পিটিআইয়ের প্রতিষ্ঠাতা ইমরান খান একাধিক মামলায় কারাগারে রয়েছেন। তার স্ত্রী বুশরা বিবি নয় মাসের কারাবন্দি শেষে গত অক্টোবরে মুক্তি পান।

ইমরান খানের মুক্তির দাবিতে তারই আহ্বানে সাড়া দিয়ে দলের হাজার হাজার নেতাকর্মীরা বিক্ষোভ নিয়ে ইসলামাবাদে পৌঁছান। সরকার এই বিক্ষোভ ঠেকাতে কঠোর পদক্ষেপ গ্রহণ করলেও তা উপেক্ষা করতে সক্ষম হয় পিটিআই। এই বিক্ষোভের নেতৃত্বে ছিলেন বুশরা বিবি এবং খাইবার পাখতুনখাওয়া প্রদেশের পিটিআইয়ের মুখ্যমন্ত্রী আলী আমিন গন্ডাপুর।

মঙ্গলবার বিকালে যখন বিক্ষোভ কারীরা বিক্ষোভ নিয়ে নির্দিষ্ট স্থানে পৌঁছানোর পরিকল্পনা করে তখন পাকিস্তানের প্যারামিলিটারি তাদের লক্ষ্য করে উন্মুক্ত গুলি চালায়। এরপর সন্ধ্যা নামলে ওই এলাকা খালি করার জন্য আইন প্রয়োগকারী সংস্থা দুই ঘণ্টা ধরে অপারেশন পরিচালনা করে। এর ফলে ওই রাতেই ঘটনাস্থল ত্যাগ করে বুশরা বিবি এবং গন্ডাপুর খাইবার পাখতুনখাওয়াতে চলে যান।

পরের দিন বুধবার সকালে পিটিআই বিক্ষোভ কর্মসূচি স্থগিত ঘোষণা করেন এবং কর্তৃপক্ষের বিরুদ্ধে আট জন নেতাকর্মীকে হত্যার অভিযোগ আনে। তবে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার এবং উন্নয়ন পরিকল্পনা মন্ত্রী আহসান ইকবার পিটিআইয়ের এ অভিযোগ অস্বীকার করেন।