2:41 am, Monday, 23 December 2024

দেশে হিন্দুরা মায়ের কোলের মতো আছেন: চরমোনাই পীর

  • Akram
  • Update Time : 07:29:43 pm, Thursday, 28 November 2024
  • 27

দেশে হিন্দুরা মায়ের কোলের মতো আছেন: চরমোনাই পীর

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

চরমোনাই পীর ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম হিন্দু সম্প্রদায়ের উদ্দেশ্যে বলেছেন, স্বাধীনতার পর থেকে তারা এই দেশে মায়ের কোলের মতো নিরাপদ ও সম্মানিত অবস্থানে রয়েছেন। তবে, কিছু লোক দেশের অরাজকতা সৃষ্টির জন্য তাদের ব্যবহার করতে পারে, তাই তাদের সাবধান ও সচেতন থাকতে হবে।

বরিশাল সদর উপজেলায় তিন দিনব্যাপী চরমোনাই মাহফিলের দ্বিতীয় দিন বৃহস্পতিবার (২৮ নভেম্বর) অনুষ্ঠিত ওলামা-মাশায়েখ সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম আরও বলেন, বর্তমানে একটি কঠিন পরিস্থিতি চলছে। দেশকে অস্থিতিশীল করতে ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্র বন্ধে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। ক্ষমতা ও স্বার্থের নেশায় থাকলে চলবে না।

সম্মেলনে গণ অধিকার পরিষদের সভাপতি, ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর বলেন, কোন রাজনৈতিক দলকে প্রাধান্য দিয়ে অন্যদের অবজ্ঞা করা যাবে না। সকল দলের প্রতিনিধিদের মতামত নিয়ে কাজ করতে হবে। ছোটখাটো বিরোধের কারণে যাতে আমরা নতুন করে দেশ গড়ার সুযোগ থেকে বঞ্চিত না হই, সে দিকে খেয়াল রাখতে হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা-কর্মীদের শ্লোগান ‘নেতা নয়, নীতির পরিবর্তন চাই’ বাস্তবায়ন করে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে নতুন কিছু করতে হবে।

এসময় আরও বক্তৃতা দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, খেলাফত মজলিসের আমীর মাওলানা আবদুল বাসিত আজাদ, বাংলাদেশ ফরায়েজী জামায়াতের আমীর হাজী শরীয়তুল্লাহর উত্তরসূরি বাহাদূরপুরের পীর হাফেজ মাওলানা আবদুল্লাহ মোহাম্মদ হাসান, হাফেজ মাওলানা নেয়ামত উল্লাহ আল ফরিদী, কমলনগর পীর সাহেব আল্লামা খালিদ সাইফুল্লাহ, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজী।

Write Your Comment

About Author Information

Akram

দেশে হিন্দুরা মায়ের কোলের মতো আছেন: চরমোনাই পীর

Update Time : 07:29:43 pm, Thursday, 28 November 2024

চরমোনাই পীর ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম হিন্দু সম্প্রদায়ের উদ্দেশ্যে বলেছেন, স্বাধীনতার পর থেকে তারা এই দেশে মায়ের কোলের মতো নিরাপদ ও সম্মানিত অবস্থানে রয়েছেন। তবে, কিছু লোক দেশের অরাজকতা সৃষ্টির জন্য তাদের ব্যবহার করতে পারে, তাই তাদের সাবধান ও সচেতন থাকতে হবে।

বরিশাল সদর উপজেলায় তিন দিনব্যাপী চরমোনাই মাহফিলের দ্বিতীয় দিন বৃহস্পতিবার (২৮ নভেম্বর) অনুষ্ঠিত ওলামা-মাশায়েখ সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম আরও বলেন, বর্তমানে একটি কঠিন পরিস্থিতি চলছে। দেশকে অস্থিতিশীল করতে ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্র বন্ধে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। ক্ষমতা ও স্বার্থের নেশায় থাকলে চলবে না।

সম্মেলনে গণ অধিকার পরিষদের সভাপতি, ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর বলেন, কোন রাজনৈতিক দলকে প্রাধান্য দিয়ে অন্যদের অবজ্ঞা করা যাবে না। সকল দলের প্রতিনিধিদের মতামত নিয়ে কাজ করতে হবে। ছোটখাটো বিরোধের কারণে যাতে আমরা নতুন করে দেশ গড়ার সুযোগ থেকে বঞ্চিত না হই, সে দিকে খেয়াল রাখতে হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা-কর্মীদের শ্লোগান ‘নেতা নয়, নীতির পরিবর্তন চাই’ বাস্তবায়ন করে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে নতুন কিছু করতে হবে।

এসময় আরও বক্তৃতা দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, খেলাফত মজলিসের আমীর মাওলানা আবদুল বাসিত আজাদ, বাংলাদেশ ফরায়েজী জামায়াতের আমীর হাজী শরীয়তুল্লাহর উত্তরসূরি বাহাদূরপুরের পীর হাফেজ মাওলানা আবদুল্লাহ মোহাম্মদ হাসান, হাফেজ মাওলানা নেয়ামত উল্লাহ আল ফরিদী, কমলনগর পীর সাহেব আল্লামা খালিদ সাইফুল্লাহ, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজী।