কারাগারে বন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তিসহ চার দফা দাবিতে পাকিস্তানজুড়ে বিক্ষোভে শামিল হয়েছে তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সমর্থকরা। লাখ লাখ মানুষের সমাবেশ নিয়ে তারা রাজধানী ইসলামাবাদের উপকণ্ঠে পৌঁছেছে। এমনকি গুঞ্জন উঠেছে যে, ইমরান খানের নেতৃত্বে ডাকা বিক্ষোভ কর্মসূচি থেকে পাকিস্তানে সরকার পতনের গণঅভ্যুত্থান হতে পারে। এর ফলে পাকিস্তানের রাজনীতিতে বিক্ষোভের ভবিষ্যত নিয়ে আবারও চরম অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে দাঁড় করানো হয়েছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীকে। বার্তা সংস্থা এপি জানিয়েছে, ইমরানের কয়েক হাজার সমর্থককে গ্রেপ্তার করেছে পুলিশ। তার মধ্যে দলের পাঁচজন সংসদ সদস্যও আছেন। নিরাপত্তাজনিত কারণে ইসলামাবাদের অনেক জায়গায় ইন্টারনেট পরিসেবাও বন্ধ করে দেওয়া হয়েছে।
ইমরান খানের ডাকে বিভিন্ন শহর থেকে ইসলামাবাদ অভিমুখে রওনা হয় পিটিআই সমর্থকরা। তাদের দাবি, নির্বাচনে জালিয়াতি করে ক্ষমতায় এসেছেন শেহবাজ শরিফরা। তাই তাদের পদত্যাগ করতে হবে। ইমরানসহ পিটিআই দলের যে নেতারা বন্দি আছেন, তাদের অবিলম্বে মুক্তি দিতে হবে। কিন্তু শেহবাজ শরীফ সরকার কোনোভাবেই পিটিআই নেতাকে মুক্তি দিতে রাজি নয়।
বিক্ষোভকারীদের ঠেকাতে রোববার ইসলামাবাদে ১৪৪ ধারা জারি করা হয়। পাকিস্তানের পাঞ্জাব ও খাইবার পাখতুনখাওয়া থেকে আসার সব রাস্তা বন্ধ করে দেওয়া হয়। অন্যান্য শহরেও বিক্ষোভ ঠেকাতে গণগ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয় নিরাপত্তা বাহিনীকে। লাহোরেও পুলিশ পিটিআইয়ের প্রচুর কর্মীকে গ্রেপ্তার করেছে। পুলিশ জানিয়েছে, যে কোনো ধরনের জমায়েতের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।