2:23 pm, Sunday, 22 December 2024

আইপিএলে নতুন ইতিহাস, ২৭ কোটিতে বিক্রি হলেন পান্ত

  • Akram
  • Update Time : 08:05:41 pm, Sunday, 24 November 2024
  • 45

আইপিএলে নতুন ইতিহাস, ২৭ কোটিতে বিক্রি হলেন পান্ত

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

আইপিএলের মেগা নিলামে নতুন ইতিহাস রচনা করেছেন ঋষভ পান্ত। ২৭ কোটি রুপিতে (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৮ কোটি টাকা) বিক্রি হয়ে তিনি পরিণত হলেন আইপিএল ইতিহাসের সবচেয়ে দামি ক্রিকেটার। জেদ্দায় অনুষ্ঠিত এই নিলামে একের পর এক বিডের মাধ্যমে উত্তেজনা চরম পর্যায়ে পৌঁছায়।

মারকুই সেট ১-এর শেষ খেলোয়াড় হিসেবে ঋষভ পান্ত যখন ওঠেন, তখন থেকেই উত্তেজনা শুরু হয়। প্রথম বিড করে এলএসজি। তাদের সঙ্গে পাল্লা দিতে মাঠে নামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)। মাত্র কয়েক মিনিটের মধ্যেই বিড ৫ কোটির গণ্ডি পেরিয়ে যায়।

১০ কোটি ছোঁয়ার পরও লড়াই থামে না। এলএসজি আর আরসিবি পাল্টাপাল্টি বিড চালিয়ে যেতে থাকে। এরপর চমক দেখায় সানরাইজার্স হায়দরাবাদ (এসআরএইচ)। তাদের যোগদানে নিলাম আরও উত্তপ্ত হয়ে ওঠে।

১৭ কোটির বিড পর্যন্ত নেতৃত্ব নেয় এসআরএইচ, তবে এলএসজি সহজে হাল ছাড়ে না। দাম ২০ কোটিতে পৌঁছানোর পরও দুই দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা চলতে থাকে। ২০.৭৫ কোটির বিডে পান্ত প্রায় এলএসজির দলে পাকা হয়ে যাচ্ছিল। ঠিক তখনই দিল্লি ক্যাপিটালস (ডিসি) তাদের রাইট টু ম্যাচ (আরটিএম) ব্যবহার করার কথা জানায়।

তবে এলএসজি ২৭ কোটি চাওয়ায় দিল্লি পিছু হটে। সেই মুহূর্তে ইতিহাস তৈরি হয়—ঋষভ পান্তের দাম ছাড়িয়ে যায় আগের সব রেকর্ড। আইপিএলের ইতিহাসে কিছুক্ষণ আগে তৈরি হওয়া শ্রেয়াস আইয়ারের রেকর্ড ২৬.৭৫ কোটিকে পেছনে ফেলে সবচেয়ে দামি খেলোয়াড়ের মুকুট ছিনিয়ে নেন পান্ত।

পান্তকে দলে নিয়ে এলএসজির মধ্য-অর্ডার আরও শক্তিশালী হলো। তার সঙ্গে নিকোলাস পুরানও রয়েছেন, যা প্রতিপক্ষের জন্য বড় মাথাব্যথার কারণ হতে পারে। পান্তকে হয়তো এলএসজির অধিনায়ক হিসেবে দেখা যাবে, তবে সেই ঘোষণা এখনও আসেনি।

নিলামের প্রথম দিনেই এই বিশাল বিড আইপিএল ২০২৫-এর উত্তেজনা বাড়িয়ে দিল। এখন পর্যন্ত পান্ত (২৭ কোটি-এলএসজি), শ্রেয়াস (২৬.৭৫ কোটি-পাঞ্জাব), স্টার্ক (১১.৭৫ কোটি-দিল্লি), বাটলার (১৫.৭৫ কোটি-গুজরাট), রাবাদা (১০.৭৫ কোটি-গুজরাট), আর্শদীপ (১৮ কোটি-পাঞ্জাব), শামি (১০ কোটি-হায়দ্রাবাদ), মিলার (৭.৭৫ কোটি-এলএসজি) * নিলাম এখনও চলমান…

Write Your Comment

About Author Information

Akram

কনক্রিট হল ব্লক- বাড়ির শক্ত ভিতের জন্য সেরা পছন্দ

আইপিএলে নতুন ইতিহাস, ২৭ কোটিতে বিক্রি হলেন পান্ত

Update Time : 08:05:41 pm, Sunday, 24 November 2024

আইপিএলের মেগা নিলামে নতুন ইতিহাস রচনা করেছেন ঋষভ পান্ত। ২৭ কোটি রুপিতে (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৮ কোটি টাকা) বিক্রি হয়ে তিনি পরিণত হলেন আইপিএল ইতিহাসের সবচেয়ে দামি ক্রিকেটার। জেদ্দায় অনুষ্ঠিত এই নিলামে একের পর এক বিডের মাধ্যমে উত্তেজনা চরম পর্যায়ে পৌঁছায়।

মারকুই সেট ১-এর শেষ খেলোয়াড় হিসেবে ঋষভ পান্ত যখন ওঠেন, তখন থেকেই উত্তেজনা শুরু হয়। প্রথম বিড করে এলএসজি। তাদের সঙ্গে পাল্লা দিতে মাঠে নামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)। মাত্র কয়েক মিনিটের মধ্যেই বিড ৫ কোটির গণ্ডি পেরিয়ে যায়।

১০ কোটি ছোঁয়ার পরও লড়াই থামে না। এলএসজি আর আরসিবি পাল্টাপাল্টি বিড চালিয়ে যেতে থাকে। এরপর চমক দেখায় সানরাইজার্স হায়দরাবাদ (এসআরএইচ)। তাদের যোগদানে নিলাম আরও উত্তপ্ত হয়ে ওঠে।

১৭ কোটির বিড পর্যন্ত নেতৃত্ব নেয় এসআরএইচ, তবে এলএসজি সহজে হাল ছাড়ে না। দাম ২০ কোটিতে পৌঁছানোর পরও দুই দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা চলতে থাকে। ২০.৭৫ কোটির বিডে পান্ত প্রায় এলএসজির দলে পাকা হয়ে যাচ্ছিল। ঠিক তখনই দিল্লি ক্যাপিটালস (ডিসি) তাদের রাইট টু ম্যাচ (আরটিএম) ব্যবহার করার কথা জানায়।

তবে এলএসজি ২৭ কোটি চাওয়ায় দিল্লি পিছু হটে। সেই মুহূর্তে ইতিহাস তৈরি হয়—ঋষভ পান্তের দাম ছাড়িয়ে যায় আগের সব রেকর্ড। আইপিএলের ইতিহাসে কিছুক্ষণ আগে তৈরি হওয়া শ্রেয়াস আইয়ারের রেকর্ড ২৬.৭৫ কোটিকে পেছনে ফেলে সবচেয়ে দামি খেলোয়াড়ের মুকুট ছিনিয়ে নেন পান্ত।

পান্তকে দলে নিয়ে এলএসজির মধ্য-অর্ডার আরও শক্তিশালী হলো। তার সঙ্গে নিকোলাস পুরানও রয়েছেন, যা প্রতিপক্ষের জন্য বড় মাথাব্যথার কারণ হতে পারে। পান্তকে হয়তো এলএসজির অধিনায়ক হিসেবে দেখা যাবে, তবে সেই ঘোষণা এখনও আসেনি।

নিলামের প্রথম দিনেই এই বিশাল বিড আইপিএল ২০২৫-এর উত্তেজনা বাড়িয়ে দিল। এখন পর্যন্ত পান্ত (২৭ কোটি-এলএসজি), শ্রেয়াস (২৬.৭৫ কোটি-পাঞ্জাব), স্টার্ক (১১.৭৫ কোটি-দিল্লি), বাটলার (১৫.৭৫ কোটি-গুজরাট), রাবাদা (১০.৭৫ কোটি-গুজরাট), আর্শদীপ (১৮ কোটি-পাঞ্জাব), শামি (১০ কোটি-হায়দ্রাবাদ), মিলার (৭.৭৫ কোটি-এলএসজি) * নিলাম এখনও চলমান…