আইপিএলের ২০২৪ মেগা নিলাম অনুষ্ঠিত হতে যাচ্ছে সৌদি আরবে, ২৪ ও ২৫ নভেম্বর। দীর্ঘ রিটেনশন প্রক্রিয়া এবং নানা পরিবর্তনের পর এবার এক নতুন আঙ্গিকে অনুষ্ঠিত হবে এই নিলাম। আইপিএল কর্তৃপক্ষ ১৫ নভেম্বর প্রকাশ করেছে ৫৭৪ জন ক্রিকেটারের শর্ট লিস্ট, যেখানে ১২ জন বাংলাদেশি ক্রিকেটারের নাম রয়েছে।
নিলামে অংশগ্রহণকারী বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে রয়েছেন বিশ্বমানের অলরাউন্ডার সাকিব আল হাসান ও ফাস্ট বোলার মুস্তাফিজুর রহমান, যাদের ভিত্তিমূল্য রয়েছে যথাক্রমে ১ কোটি ও ২ কোটি ভারতীয় রুপি। এছাড়া, রিশাদ হোসেন, লিটন দাস, তাওহীদ হৃদয়, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, শেখ মেহেদি হাসান, হাসান মাহমুদ এবং নাহিদ রানা আরও ১০ জন বাংলাদেশি ক্রিকেটার শর্ট লিস্টে আছেন।
এবারের নিলামে সর্বোচ্চ ২০৪ টি স্লট রয়েছে, যার মধ্যে ৭০টি স্লট থাকবে বিদেশি ক্রিকেটারদের জন্য। নিলামে অংশ নিতে আসা ৮১ জন ক্রিকেটারের ভিত্তিমূল্য ২ কোটি ভারতীয় রুপি, যেখানে বাংলাদেশের মুস্তাফিজুর রহমানের নামও রয়েছে।
এছাড়া, নিলামে প্রতিটি ক্রিকেটারের ভিত্তিমূল্যও ঘোষণা করা হয়েছে, যা তাদের অভিজ্ঞতা ও স্কিলের উপর নির্ভর করে নির্ধারিত হয়েছে। নীচে উল্লেখ করা হলো ১২ বাংলাদেশি ক্রিকেটারের ভিত্তিমূল্য:
১. মুস্তাফিজুর রহমান – ফাস্ট বোলার সেট ৩ – ভিত্তিমূল্য ২ কোটি ভারতীয় রুপি
২. সাকিব আল হাসান – অলরাউন্ডার সেট ৮ – ভিত্তিমূল্য ১ কোটি ভারতীয় রুপি
৩. রিশাদ হোসেন – স্পিনার সেট ৩ – ভিত্তিমূল্য ৭৫ লাখ ভারতীয় রুপি
৪. লিটন দাস – উইকেটরক্ষক সেট ৪ – ভিত্তিমূল্য ৭৫ লাখ ভারতীয় রুপি
৫. তাওহীদ হৃদয় – ব্যাটার সেট ৫ – ভিত্তিমূল্য ৭৫ লাখ ভারতীয় রুপি
৬. তাসকিন আহমেদ – ফাস্ট বোলার সেট ৭ – ভিত্তিমূল্য ১ কোটি ভারতীয় রুপি
৭. মেহেদী হাসান মিরাজ – অলরাউন্ডার সেট ৮ – ভিত্তিমূল্য ১ কোটি ভারতীয় রুপি
৮. শরিফুল ইসলাম – ফাস্ট বোলার সেট ৮ – ভিত্তিমূল্য ৭৫ লাখ ভারতীয় রুপি
৯. তানজিম হাসান সাকিব – ফাস্ট বোলার সেট ৮ – ভিত্তিমূল্য ৭৫ লাখ ভারতীয় রুপি
১০. মেহেদী হাসান – অলরাউন্ডার সেট ৯ – ভিত্তিমূল্য ৭৫ লাখ ভারতীয় রুপি
১১. হাসান মাহমুদ – ফাস্ট বোলার সেট ৯ – ভিত্তিমূল্য ৭৫ লাখ ভারতীয় রুপি
১২. নাহিদ রানা – ফাস্ট বোলার সেট ৯ – ভিত্তিমূল্য ৭৫ লাখ ভারতীয় রুপি
নিলামটি ২৪ নভেম্বর বেলা সাড়ে ১২ টায় শুরু হবে এবং দুই দিনব্যাপী চলবে। এটি বাংলাদেশের ক্রিকেটারদের জন্য একটি বড় সুযোগ, যেখানে তাদের স্কিল ও পারফরম্যান্সের ভিত্তিতে আইপিএলে খেলার সম্ভাবনা রয়েছে।