10:00 am, Thursday, 14 November 2024

নৌকাসহ ২০ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

  • Zuel Rana
  • Update Time : 12:18:21 am, Wednesday, 6 November 2024
  • 53

ছবিঃ সংগৃহীত

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

বাংলাদেশের ২০ জন জেলেসহ ১৫টি বোট ধরে নিয়ে গেছে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। মঙ্গলবার (৫ নভেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আদনান চৌধুরী।

তিনি জানান, বিকালে নাফ নদীর মোহনা সংলগ্ন নাইখ্যংদিয়া পয়েন্ট হতে ২টি ইঞ্জিন চালিত ও ১৩টি ইঞ্জিন বিহীন কাঠের বোটসহ মোট ১৫টি বোট এবং বোটে থাকা ২০ জন জেলেকে আটক করে নিয়ে যায় স্বশস্ত্র আরাকান আর্মির একটি দল। সর্বশেষ তথ্য অনুযায়ী বর্তমানে নৌকাগুলোসহ জেলেদেরকে নাফনদীর মোহনা সংলগ্ন ফাতুনিয়া (Pa Nyaung) খালে অভ্যন্তরে রাখা হয়েছে।

তিনি আরো জানান, স্থানীয় সূত্রে জানা গেছে নাফ নদীর মোহনা সংলগ্ন এলাকার মিয়ানমার অংশে ভেঙ্গিজাল বসিয়ে ছিল জেলেরা। আটক জেলেদের নাম ঠিকানা এখনো জানা যায়নি। তাদের উদ্ধারের বিষয়ে বিজিবি কাজ শুরু করেছে। তবে  ভুক্তভোগীদের পরিবার ও এলাকা বাসীদের সাথে কথা বলে ঘটনার বিষয়ে আরো বিস্তারিত পরে জানানো হবে।

Write Your Comment

About Author Information

Zuel Rana

নৌকাসহ ২০ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

Update Time : 12:18:21 am, Wednesday, 6 November 2024

বাংলাদেশের ২০ জন জেলেসহ ১৫টি বোট ধরে নিয়ে গেছে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। মঙ্গলবার (৫ নভেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আদনান চৌধুরী।

তিনি জানান, বিকালে নাফ নদীর মোহনা সংলগ্ন নাইখ্যংদিয়া পয়েন্ট হতে ২টি ইঞ্জিন চালিত ও ১৩টি ইঞ্জিন বিহীন কাঠের বোটসহ মোট ১৫টি বোট এবং বোটে থাকা ২০ জন জেলেকে আটক করে নিয়ে যায় স্বশস্ত্র আরাকান আর্মির একটি দল। সর্বশেষ তথ্য অনুযায়ী বর্তমানে নৌকাগুলোসহ জেলেদেরকে নাফনদীর মোহনা সংলগ্ন ফাতুনিয়া (Pa Nyaung) খালে অভ্যন্তরে রাখা হয়েছে।

তিনি আরো জানান, স্থানীয় সূত্রে জানা গেছে নাফ নদীর মোহনা সংলগ্ন এলাকার মিয়ানমার অংশে ভেঙ্গিজাল বসিয়ে ছিল জেলেরা। আটক জেলেদের নাম ঠিকানা এখনো জানা যায়নি। তাদের উদ্ধারের বিষয়ে বিজিবি কাজ শুরু করেছে। তবে  ভুক্তভোগীদের পরিবার ও এলাকা বাসীদের সাথে কথা বলে ঘটনার বিষয়ে আরো বিস্তারিত পরে জানানো হবে।