9:47 pm, Sunday, 22 December 2024

অষ্ট্রেলিয়া থেকে দেশে ফিরলেন মির্জা ফখরুল

  • Zuel Rana
  • Update Time : 11:18:10 pm, Friday, 25 October 2024
  • 50
Monzu-Info-Tech
Monzu-Info-Tech

দীর্ঘ ১৫ দিন পর দেশে ফিরিছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।আজ শুক্রবার রাত ১০ টা ২৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিয়মিত ফ্লাইটে তিনি সস্ত্রীক অবতরণ করেন। এ সময় দলের পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ, মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান, মহাসচিবের একান্ত ব্যক্তিগত সহকারী কৃষিবিদ ইউনূস আলীসহ নেতাকর্মীরা মির্জা ফখরুলকে স্বাগত জানান।

বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে সিডনি বিমানবন্দরে অস্ট্রেলিয়ার নেতাকর্মীরা মির্জা ফখরুলকে বিদায় জানাতে তাদের উদ্দেশ্যে বলেন, ‘গত ১৭ বছরে প্রবাসে থেকে আপনাদের আন্দোলন সংগ্রামে ভূমিকা রাখার জন্য ধন্যবাদ জানাই। আপনাদের প্রতি আহ্বান দেশের জনগণ ভোটাধিকার ফিরে না পাওয়া পর্যন্ত আপনাদের আন্দোলন ও কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাবেন।’

এ সময় অস্ট্রেলিয়া বিএনপির সভাপতি মোসলেহ উদ্দিন হাওলাদার আরিফের নেতৃত্বে আরও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক আবুল হাছান সহসভাপতি মো. কামরুল হাসান আজাদ,মোহাম্মদ কামরুজ্জামান মোল্লা ঝিন্টু, সাংগঠনিক সম্পাদক এএনএম মাসুম, যুগ্ম সাধারণ সম্পাদক খাইরুল কবির পিন্টু, ইঞ্জিনিয়ার হাবিব রহমান মোহাম্মদ জাকির হোসেন রাজু, মোহাম্মদ কুদ্দুসুর রহমান, অহিদুল ইসলাম, সর্দার মামুন, সায়েদ রহমান রিয়ালসহ অনেকে।

গত ৯ অক্টোবর দিবাগত রাতে বড় মেয়ে অস্ট্রেলিয়া প্রবাসী ডা. শামারুহ মির্জার বাসায় বেড়াতে উদ্দেশে ঢাকা ছাড়েন মির্জা ফখরুল। তার আগে সেপ্টেম্বরে মেয়ের বাসায় বেড়াতে যান স্ত্রী রাহাত আরা বেগম। তাকে সঙ্গে নিয়ে দেশে ফিরেছেন মির্জা ফখরুল

Write Your Comment

About Author Information

Zuel Rana

অষ্ট্রেলিয়া থেকে দেশে ফিরলেন মির্জা ফখরুল

Update Time : 11:18:10 pm, Friday, 25 October 2024

দীর্ঘ ১৫ দিন পর দেশে ফিরিছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।আজ শুক্রবার রাত ১০ টা ২৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিয়মিত ফ্লাইটে তিনি সস্ত্রীক অবতরণ করেন। এ সময় দলের পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ, মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান, মহাসচিবের একান্ত ব্যক্তিগত সহকারী কৃষিবিদ ইউনূস আলীসহ নেতাকর্মীরা মির্জা ফখরুলকে স্বাগত জানান।

বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে সিডনি বিমানবন্দরে অস্ট্রেলিয়ার নেতাকর্মীরা মির্জা ফখরুলকে বিদায় জানাতে তাদের উদ্দেশ্যে বলেন, ‘গত ১৭ বছরে প্রবাসে থেকে আপনাদের আন্দোলন সংগ্রামে ভূমিকা রাখার জন্য ধন্যবাদ জানাই। আপনাদের প্রতি আহ্বান দেশের জনগণ ভোটাধিকার ফিরে না পাওয়া পর্যন্ত আপনাদের আন্দোলন ও কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাবেন।’

এ সময় অস্ট্রেলিয়া বিএনপির সভাপতি মোসলেহ উদ্দিন হাওলাদার আরিফের নেতৃত্বে আরও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক আবুল হাছান সহসভাপতি মো. কামরুল হাসান আজাদ,মোহাম্মদ কামরুজ্জামান মোল্লা ঝিন্টু, সাংগঠনিক সম্পাদক এএনএম মাসুম, যুগ্ম সাধারণ সম্পাদক খাইরুল কবির পিন্টু, ইঞ্জিনিয়ার হাবিব রহমান মোহাম্মদ জাকির হোসেন রাজু, মোহাম্মদ কুদ্দুসুর রহমান, অহিদুল ইসলাম, সর্দার মামুন, সায়েদ রহমান রিয়ালসহ অনেকে।

গত ৯ অক্টোবর দিবাগত রাতে বড় মেয়ে অস্ট্রেলিয়া প্রবাসী ডা. শামারুহ মির্জার বাসায় বেড়াতে উদ্দেশে ঢাকা ছাড়েন মির্জা ফখরুল। তার আগে সেপ্টেম্বরে মেয়ের বাসায় বেড়াতে যান স্ত্রী রাহাত আরা বেগম। তাকে সঙ্গে নিয়ে দেশে ফিরেছেন মির্জা ফখরুল