11:22 am, Sunday, 22 December 2024

পণবন্দীদের মুক্তির আশা দেখছেন না ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী

  • Zuel Rana
  • Update Time : 10:25:41 pm, Tuesday, 15 October 2024
  • 69

- টাইম অব ইসরাইল

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

পণবন্দীদের মুক্তির আশা দেখছেন না ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ত।

সোমবার হিব্রু প্রেসে সম্প্রচারিত একটি রেকর্ডিং বার্তায় প্রতিরক্ষামন্ত্রী গ্যালান্ত পণবন্দীদের পরিবারের সদস্যদের বলেন, ‘আমি দুঃখের সাথে বলছি এ অচলাবস্থায় পণবন্দীদের মুক্তি কোনো সম্ভাবনা নেই।’

তিনি বলেন, ‘আপনাদের প্রিয়জনকে মুক্ত করার জন্য ইসরাইল এবং হামাসের মধ্যে আলোচনায় নানা বাধা রয়েছে। এমনতাবস্থায় হামাস প্রধান ইয়াহইয়া সিনওয়ার লেবানন ও ইরানের ফ্রন্টে বৃদ্ধির দিকে নজর রাখছে ইসরাইল। আশা করছি, দীর্ঘ দিনের এ যুদ্ধ চুক্তি অবশেষে বাস্তবায়িত হবে।

এ সময় হিজবুল্লাহকে সন্ত্রাসী গোষ্ঠী উল্লেখ্য করে তিনি বলেন, ‘হামাস কঠোরতা প্রদর্শন করছে, তাই হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরাইলের লড়াই এবং ইরানের হুমকির ওপর নজর রেখে পদক্ষেপ গ্রহণ করছে ইসরাইল। আশা করছি ‘এমন কিছু ঘটবে যা আমাদের পক্ষে থাকবে।’

উল্লেখ্য, হামাসের সাথে একাত্মতা ঘোষণা করে ২০২৩ সালের ৮ অক্টোবর ইসরাইলি সামরিক স্থাপনা ও সীমান্তে রকেট ও ফাইটার ড্রোন দিয়ে আক্রমণ শুরু করে হিজবুল্লাহ। এতে উত্তরে বসবাস করা কয়েক হাজার ইসরাইলি বাস্তুচ্যুত হয়। ইসরাইল ওই বাসিন্দাদের নিরাপদে ফিরে আনার প্রতিশ্রুতি দিয়েছে।

বার্তা সংস্থায় ওয়াইনেটকে গ্যালান্ত বলেন, যদি লেবানিজ এবং গাজান ফ্রন্টকে সংযুক্ত করে একটি পণবন্দী চুক্তি এগিয়ে নেয়ার সুযোগ আসে তবে ইসরাইল তা গ্রহণ করবে। হিজবুল্লাহ জোর দিয়েছে গাজা যুদ্ধ শেষ করার চুক্তি ছাড়া তারা ইসরাইলে হামলা বন্ধ করবে না।

গ্যালান্ত বলেন, আমি এই মুহূর্তে যুদ্ধের শেষ দেখতে পারছি না, তবে আশা করি আমরা পণবন্দী বিষয়ে সিদ্ধান্ত নিতে পাররো।

তিনি আরো বলেন, গাজায় যা ঘটছে তাতে হামাসের হারানোর খুব বেশি কিছু নেই। তাই তাদের আন্তরিকতা ছাড়া চুক্তি বা পণবন্দীদের মুক্তির সম্ভাবনা নেই।

সূত্র : টাইম অব ইসরাইল

বিডি/জেডআর

Write Your Comment

About Author Information

Zuel Rana

কনক্রিট হল ব্লক- বাড়ির শক্ত ভিতের জন্য সেরা পছন্দ

পণবন্দীদের মুক্তির আশা দেখছেন না ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী

Update Time : 10:25:41 pm, Tuesday, 15 October 2024

পণবন্দীদের মুক্তির আশা দেখছেন না ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ত।

সোমবার হিব্রু প্রেসে সম্প্রচারিত একটি রেকর্ডিং বার্তায় প্রতিরক্ষামন্ত্রী গ্যালান্ত পণবন্দীদের পরিবারের সদস্যদের বলেন, ‘আমি দুঃখের সাথে বলছি এ অচলাবস্থায় পণবন্দীদের মুক্তি কোনো সম্ভাবনা নেই।’

তিনি বলেন, ‘আপনাদের প্রিয়জনকে মুক্ত করার জন্য ইসরাইল এবং হামাসের মধ্যে আলোচনায় নানা বাধা রয়েছে। এমনতাবস্থায় হামাস প্রধান ইয়াহইয়া সিনওয়ার লেবানন ও ইরানের ফ্রন্টে বৃদ্ধির দিকে নজর রাখছে ইসরাইল। আশা করছি, দীর্ঘ দিনের এ যুদ্ধ চুক্তি অবশেষে বাস্তবায়িত হবে।

এ সময় হিজবুল্লাহকে সন্ত্রাসী গোষ্ঠী উল্লেখ্য করে তিনি বলেন, ‘হামাস কঠোরতা প্রদর্শন করছে, তাই হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরাইলের লড়াই এবং ইরানের হুমকির ওপর নজর রেখে পদক্ষেপ গ্রহণ করছে ইসরাইল। আশা করছি ‘এমন কিছু ঘটবে যা আমাদের পক্ষে থাকবে।’

উল্লেখ্য, হামাসের সাথে একাত্মতা ঘোষণা করে ২০২৩ সালের ৮ অক্টোবর ইসরাইলি সামরিক স্থাপনা ও সীমান্তে রকেট ও ফাইটার ড্রোন দিয়ে আক্রমণ শুরু করে হিজবুল্লাহ। এতে উত্তরে বসবাস করা কয়েক হাজার ইসরাইলি বাস্তুচ্যুত হয়। ইসরাইল ওই বাসিন্দাদের নিরাপদে ফিরে আনার প্রতিশ্রুতি দিয়েছে।

বার্তা সংস্থায় ওয়াইনেটকে গ্যালান্ত বলেন, যদি লেবানিজ এবং গাজান ফ্রন্টকে সংযুক্ত করে একটি পণবন্দী চুক্তি এগিয়ে নেয়ার সুযোগ আসে তবে ইসরাইল তা গ্রহণ করবে। হিজবুল্লাহ জোর দিয়েছে গাজা যুদ্ধ শেষ করার চুক্তি ছাড়া তারা ইসরাইলে হামলা বন্ধ করবে না।

গ্যালান্ত বলেন, আমি এই মুহূর্তে যুদ্ধের শেষ দেখতে পারছি না, তবে আশা করি আমরা পণবন্দী বিষয়ে সিদ্ধান্ত নিতে পাররো।

তিনি আরো বলেন, গাজায় যা ঘটছে তাতে হামাসের হারানোর খুব বেশি কিছু নেই। তাই তাদের আন্তরিকতা ছাড়া চুক্তি বা পণবন্দীদের মুক্তির সম্ভাবনা নেই।

সূত্র : টাইম অব ইসরাইল

বিডি/জেডআর