বেশিরভাগ ফিলিস্তিনিরা দক্ষিণ গাজায় মৃত্যু মিছিল করার পরিবর্তে তাদের বাড়িতে মরতে প্রস্তুত বলে জানিয়েছেন ব্রিটিশ দাতব্য সংস্থা অক্সফামের বুশরা খালিদি।
তিনি বলেন, অবরুদ্ধ উত্তর গাজায় মানুষের বেঁচে থাকার জন্য পশুখাদ্য, গাধা ও ঘোড়া খাওয়াই প্রধান অবলম্বন হয়ে দাঁড়িয়েছে।
বুশরা খালিদি কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরাকে বলেন, ‘মানুষ বেঁচে নেই, যুদ্ধের শুরু থেকেই মানুষ না খেয়ে মারা যাচ্ছে। আমরা ধ্বংসের মাত্রা সম্পর্কে কথা বলছি, যা কয়েক মাস আগেও ছিল না।’
‘আমি জানি না মানুষ কিভাবে বাঁচবে। তারা অনাহারে নয়তো গণহত্যায় মারা যাবে।’
গত ১০ দিন ধরে উত্তর গাজায় খাবার প্রবেশ করার সকল পথ বন্ধ করে দিয়েছে ইসরাইলি বাহিনী।
এমন পরিস্থিতিতে তিনি এ মন্তব্য করেন। তিনি এ সিদ্ধান্তকে ‘অগ্রহণযোগ্য’ বলে অভিহিত করেছেন।
সূত্র : আরজাজিরা
বিডি/জেডআর