বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার সেক্রেটারি এস এম ফরহাদের সমাজকল্যাণ ও গবেষণা ইন্সটিটিউট ছাত্রলীগে পদ থাকার পরিচয় প্রকাশের পরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। তবে, ছাত্রলীগের সঙ্গে কোনোভাবে সম্পৃক্ত নন বলে দাবি করেছেন তিনি।
সোমবার (২৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় সাংবাদিকদের পাঠানো এক বিবৃতিতে এই কথা জানান তিনি।
বিবৃতিতে ফরহাদ বলেন, সমাজকল্যাণ ইন্সটিটিউট ছাত্রলীগের কোনো কর্মসূচি ও কার্যক্রমের সাথে আমার (এস এম ফরহাদ) কোনো সম্পৃক্ততা নেই। ছাত্রলীগের কোনো পদ-পদবীর জন্য কোনো সিভি আমি কখনো কাউকে দেইনি।
তিনি বলেন, ডিপার্টমেন্টের কমিটিতে কাকে রাখা হবে সেটি সংশ্লিষ্ট ছাত্রলীগের সিদ্ধান্ত। সেখানে আমাকে কেন জড়ানো হচ্ছে… যেখানে আমি ডিপার্টমেন্ট ছাত্রলীগের সাথে কোনোভাবেই সম্পৃক্ত নই। বিষয়টিকে আমরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের স্পিরিট ধ্বংস করার ষড়যন্ত্র মনে করি।
রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে ছড়িয়ে পড়া ছবি শুধুই ডিবেট কেন্দ্রিক উল্লেখ করে ফরহাদ বলেন, আমি হল ডিবেটিং ক্লাবের সভাপতি ও ডিপার্টমেন্ট ডিবেটিং ক্লাবের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করার সময় বিভিন্ন আয়োজনে রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে ছবি সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে। যার সবগুলোই ছিল ডিবেট ক্লাব সংশ্লিষ্ট আয়োজন, কোনো রাজনৈতিক আয়োজন নয়।
প্রসঙ্গত, গতকাল রোববার ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির সেক্রেটারির পরিচয় প্রকাশিত হয়। তার নাম এস এম ফরহাদ। তিনি ঢাবি সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৭-১৮ সেশন এবং কবি জসিম উদদীন হলের আবাসিক শিক্ষার্থী। ফরহাদ ২০২২-২৩ সেশনে জসীম উদদীন হল ডিবেটিং ক্লাবের সভাপতি ছিলেন।
এছাড়া, ফরহাদ ঢাবিতে অধ্যয়নরত পার্বত্য চট্টগ্রামের শিক্ষার্থীদের সংগঠন পার্বত্য চট্টগ্রাম ছাত্র সংসদের সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
ফরহাদের ছাত্রশিবিরের রাজনৈতিক পরিচয় সামনে আসার পর আরেকটি পরিচয়ও সামনে আসে। সেটি হলো তিনি ২০২২ সালের নভেম্বরে ঘোষিত ঢাবির সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। এ নিয়ে ফেসবুকে পক্ষে-বিপক্ষে নানা আলোচনা দেখা গেছে।