ঈদ ধামাকায় মুখোমুখি হচ্ছেন বলিউড বাদশা শাহরুখ খান ও অভিনেতা রণবীর কাপুর। ২০২৬ সালের ঈদে মুক্তি পাবে শাহরুখের ক্রাইম ড্রামা ‘কিং’! সঞ্জয়লীলা বানসালি পরিচালিত ও রণবীর কাপুরের ‘লাভ অ্যান্ড ওয়ার’ও একই তারিখে মুক্তি পেতে চলেছে। রণবীরের পাশাপাশি সিনেমায় থাকছেন আলিয়া ভাট ও ভিকি কৌশল।
সঞ্জয়লীলা বানসালির ‘সাওয়ারিয়া’র হাত ধরে অভিষেক হয়েছিল রণবীর কাপুরের। ২০০৭ সালের দিওয়ালিতে মুক্তি পায় এই ছবি। একইদিনে রিলিজ করেছিল শাহরুখ খান অভিনীত ফারাহ খান পরিচালিত ‘ওম শান্তি ওম’। মুখোমুখি লড়াইয়ে রণবীর-বনশালি জুটি মুখ থুবড়ে পড়েছিল শাহরুখ ম্যাজিকের সামনে।
প্রায় ১৯ বছর পর শাহরুখের থেকে প্রতিশোধ নেওয়ার সুযোগ পাচ্ছেন রণবীর কাপুর। তবে আদৌ সেটা সম্ভব কিনা, তা এখনই বলা যাচ্ছে না।
বানসালির প্রযোজনা সংস্থা বানসালি প্রোডাকশন শুক্রবার ঘোষণা করেছে যে, নির্মাতার পরবর্তী পরিচালিত লাভ অ্যান্ড ওয়ার ২০২৫ সালের ক্রিসমাসের প্রাথমিক মুক্তির তারিখ থেকে পিছিয়ে দেওয়া হয়েছে এবং এখন ২০২৬ সালের ঈদে মুক্তি পাবে।
সাওয়ারিয়া-র পর এই প্রথম রণবীরের সাথে কাজ করছেন বানসালি। অন্যদিকে ‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’র পর দীপিকার বদলে তাঁর নয়া ফেভারিট হয়ে উঠেছেন আলিয়া ভাট। বিয়ের পর ফের একবার একসঙ্গে শুটিং ফ্লোরে রালিয়া। ‘ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান’ পরে পুনরায় একসঙ্গে রাহার বাবা-মা। ত্রিকোণ প্রেমের গল্পকে ঘিরেই এগোবে এই ছবি।
শাহরুখের রেড চিলিজ এন্টারটেইনমেন্ট ও সিদ্ধার্থ আনন্দের মারফ্লিক্স পিকচার্সের যৌথ প্রযোজনায় ‘কিং’ ছবিটি পরিচালনা করবেন সুজয় ঘোষ। এই ছবিতে শাহরুখের সঙ্গে প্রথমবার স্ক্রিন শেয়ার করবেন কন্যা সুহানা খান। এছাড়াও থাকবেন অভিষেক বচ্চন।
সূত্র হিন্দুস্তান টাইমস