আফগানিস্তানের মধ্যাঞ্চলে অজ্ঞাত বন্দুকধারীদের অতর্কিত হামলায় অন্তত ১৪ জন নিহত ও আরও ছয়জন আহত হয়েছেন। বৃহস্পতিবার এ হামলার ঘটনা ঘটে বলে তালেবানের একজন মুখপাত্র জানিয়েছেন।
বৃহস্পতিবার রাতে ডেকুন্ডি প্রদেশে চালানো এ হামলার দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) একটি গ্রুপ। তবে এ দাবির পক্ষে তারা কোনো প্রমাণ দেয়নি। খবর রয়টার্স’র।
রয়টার্স এক প্রতিবেদনে জানায়, ডেকুন্ডি প্রদেশের অধিকাংশ বাসিন্দা শিয়া মুসলিম। প্রদেশটিকে সবচেয়ে নিরাপদ হিসেবে বিবেচনা করা হয়।
গত ছয় বছরের মধ্যে দেশটিতে হওয়া অন্যতম প্রাণঘাতী হামলা হিসেবে এটিকে বিবেচনা করছে আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান কর্তৃপক্ষ।
তালেবান মুখপাত্র জাবিহউল্লাহ মুজাহিদ এক বিবৃতিতে এ হামলার নিন্দা জানিয়ে বলেছেন, এই ঘটনায় নিরীহ মানুষের মৃত্যুতে আমরা গভীরভাবে দুঃখিত।
হামলার ঘটনার জন্য দায়ীদের খুঁজে বের করে তাদের বিচারের মুখোমুখি আনার জন্য তালেবান কর্তৃপক্ষ আন্তরিকভাবে চেষ্টা চালাচ্ছে বলেও জানান মুখপাত্র।
ইসলামিক স্টেট-খুরাসান মধ্যপ্রাচ্য ভিত্তিক ইসলামিক স্টেটের একটি স্থানীয় সহযোগী। আফগানিস্তানে তারা তালেবানদের বিরুদ্ধে বিদ্রোহ চালিয়ে আসছে এবং তাদের শত্রু হিসাবে দেখে। তালেবান কর্তৃপক্ষ বলছে যে তারা দলটিকে প্রায় নিশ্চিহ্ন করেছে। তবু এটি মাঝেমাঝেই আফগানিস্তানে হামলা চালিয়ে যাচ্ছে।