8:54 pm, Sunday, 22 December 2024

বেনজীর ও মতিউর দুদকে সম্পদের বিবরণী জমা দিলেন

  • SK Farid
  • Update Time : 01:23:26 am, Tuesday, 3 September 2024
  • 69

দুদকে সম্পদের বিবরণী জমা দিলেন বেনজীর ও মতিউর। ছবি: ফাইল ছবি

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

অবশেষে দুর্নীতি দমন কমিশনের (দুদক) কাছে সম্পদের বিবরণী জমা দিয়েছেন পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদ ও ছাগলকাণ্ডে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক কর্মকর্তা মতিউর রহমান।
দুই দফায় সময় বৃদ্ধির পর গত বৃহস্পতিবার তারা পরিবারসহ সম্পদের হিসাব জমা দেন। দুদকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা রোববার (১ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন।
তবে তাদের দেয়া হিসাবের সঙ্গে দুদকের অনুসন্ধানে পাওয়া হিসাবে যাচাই-বাছাই করেই পরবর্তী পদক্ষেপ নেবে সংস্থাটি। জ্ঞাত আয়ের বাইরে অবৈধ সম্পদ পাওয়া গেলে দায়ের করা হবে মামলা।
পুলিশের আলোচিত সাবেক কর্মকর্তা বেনজীর ও রাজস্ব কর্মকর্তা মতিউরের বিপুল সম্পদের তথ্য বেরিয়ে এসেছে এর আগেই।
দুদক জানিয়েছে, এখন পর্যন্ত বেনজীর ও তার পরিবারের নামে ৬৯৭ বিঘা জমি, ১৯টি কোম্পানির শেয়ার, ঢাকায় ১২টি ফ্ল্যাট, ৩০ লাখ টাকার সঞ্চয়পত্র, ৩৩টি ব্যাংক হিসাব ও ৩টি বিও হিসাব খুঁজে পেয়েছে। আদালতের আদেশে এসব সম্পদ জব্দ ও অবরুদ্ধ করা হয়েছে।
এদিকে, মতিউর ও তার স্বজনদের নামে অন্তত ৬৫ বিঘা জমি, ৮টি ফ্ল্যাট, ২টি রিসোর্ট ও পিকনিক স্পট এবং ৩টি শিল্পপ্রতিষ্ঠানের তথ্য পেয়েছে দুদক। মতিউর রহমান ও তার পরিবারের সদস্যদের নামে থাকা ব্যাংক হিসাব, মুঠোফোনে আর্থিক সেবার হিসাব ও শেয়ারবাজারের বিও হিসাব জব্দ করা হয়েছে।
এর আগে, গত ২৪ জুন মতিউর ও তার প্রথম পক্ষের স্ত্রী এবং সন্তানের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেন আদালত।

Write Your Comment

About Author Information

SK Farid

কনক্রিট হল ব্লক- বাড়ির শক্ত ভিতের জন্য সেরা পছন্দ

বেনজীর ও মতিউর দুদকে সম্পদের বিবরণী জমা দিলেন

Update Time : 01:23:26 am, Tuesday, 3 September 2024

অবশেষে দুর্নীতি দমন কমিশনের (দুদক) কাছে সম্পদের বিবরণী জমা দিয়েছেন পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদ ও ছাগলকাণ্ডে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক কর্মকর্তা মতিউর রহমান।
দুই দফায় সময় বৃদ্ধির পর গত বৃহস্পতিবার তারা পরিবারসহ সম্পদের হিসাব জমা দেন। দুদকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা রোববার (১ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন।
তবে তাদের দেয়া হিসাবের সঙ্গে দুদকের অনুসন্ধানে পাওয়া হিসাবে যাচাই-বাছাই করেই পরবর্তী পদক্ষেপ নেবে সংস্থাটি। জ্ঞাত আয়ের বাইরে অবৈধ সম্পদ পাওয়া গেলে দায়ের করা হবে মামলা।
পুলিশের আলোচিত সাবেক কর্মকর্তা বেনজীর ও রাজস্ব কর্মকর্তা মতিউরের বিপুল সম্পদের তথ্য বেরিয়ে এসেছে এর আগেই।
দুদক জানিয়েছে, এখন পর্যন্ত বেনজীর ও তার পরিবারের নামে ৬৯৭ বিঘা জমি, ১৯টি কোম্পানির শেয়ার, ঢাকায় ১২টি ফ্ল্যাট, ৩০ লাখ টাকার সঞ্চয়পত্র, ৩৩টি ব্যাংক হিসাব ও ৩টি বিও হিসাব খুঁজে পেয়েছে। আদালতের আদেশে এসব সম্পদ জব্দ ও অবরুদ্ধ করা হয়েছে।
এদিকে, মতিউর ও তার স্বজনদের নামে অন্তত ৬৫ বিঘা জমি, ৮টি ফ্ল্যাট, ২টি রিসোর্ট ও পিকনিক স্পট এবং ৩টি শিল্পপ্রতিষ্ঠানের তথ্য পেয়েছে দুদক। মতিউর রহমান ও তার পরিবারের সদস্যদের নামে থাকা ব্যাংক হিসাব, মুঠোফোনে আর্থিক সেবার হিসাব ও শেয়ারবাজারের বিও হিসাব জব্দ করা হয়েছে।
এর আগে, গত ২৪ জুন মতিউর ও তার প্রথম পক্ষের স্ত্রী এবং সন্তানের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেন আদালত।