আড়াই বছর ধরে চলা রাশিয়া- ইউক্রেন যুদ্ধ থামার যেন নামই নেই। কবে শেষ হবে এই মরণ ঘাতি যুদ্ধ, কবে ফিরবে শান্তির সুবাতাস তা কেউ জানে না। আক্রমণ ও প্রতি আক্রমণের মধ্য দিয়ে চলছে দু’দেশের লড়াই।
রাশিয়ার বিভিন্ন এলাকায় ১৫৮টি ড্রোন দিয়ে হামলা চালিয়েছে ইউক্রেন। এসব হামলার পর রাশিয়ার দুটি জ্বালানি কেন্দ্রে আগুন ধরে যায়। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, ১৫৮টির বেশি ড্রোন দিয়ে হামলা করেছে ইউক্রেন। রাশিয়ার ১৫টি এলাকায় এসব ড্রোন আসে। দেশটির রাজধানী মস্কোতেও আঘাত হানে ইউক্রেনের ড্রোন। সবগুলো হামলাই প্রতিহত এবং ড্রোন ধ্বংস করে দেওয়ার দাবি করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।
তবে, হামলার কারণে মস্কোর তেল শোধনাগারে আগুন ধরে যায়। মস্কোর মেয়র সার্গেই সোবিয়ানিন বলেন, মস্কো ও এর আশপাশের এলাকায় অন্তত ১১টি ড্রোন এসেছে। এ সময় তেল শোধনাগারের একটি আলাদা টেকনিক্যাল কক্ষে আগুন ধরে যায়।
মস্কো থেকে ৭৫ মাইল দূরে টিভের অঞ্চলে বিকট শব্দ শোনা যায়। জায়গাটি কোনাকোভো বিদ্যুৎকেন্দ্র থেকে বেশি দূরে নয়। রুশ সংবাদমাধ্যমগুলো বলছে, সেখানেও আগুন ধরে গেছে। সেখানকার গভর্নরও এ তথ্য নিশ্চিত করেছেন।
এসব হামলা নিয়ে শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো মন্তব্য করেনি ইউক্রেন। তবে, গত কয়েক মাস ধরেই রাশিয়ায় একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে তারা।