ঢাকায় ভারতীয় ভিসা সেন্টারে বিক্ষোভের জেরে এমন পরিস্থিতি এড়াতে নিরাপত্তা বাড়ানোর অনুরোধ জানিয়েছে বাংলাদেশে দেশটির হাই কমিশন।
সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ বিষয়ে একটি নোট ভারবাল পাঠানো হয়েছে বলে জানিয়েছে ভারতীয় হাই কমিশনের এক কর্মকর্তা।
এর আগে সোমবার দুপুরের পর বেশ কিছু সংখ্যক ভিসাপ্রত্যাশী ভিসা না পাওয়ায় যমুনা ফিউচার পার্কে ভারতীয় ভিসা সেন্টারে গিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তারা ভিসা না পাওয়ার কারণে ভারত বিরোধী স্লোগান দিয়ে প্রতিবাদ জানান।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভিসাপ্রত্যাশীদের প্রতিবাদের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা গেছে, ভিসাপ্রত্যাশীরা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন। ‘এক দফা এক দাবি/ ভিসা চাই ভিসা চাই’; ‘ভারতের দালালরা/ হুঁশিয়ার সাবধান/’ ‘ভিসা দে/ নইলে টাকা ফেরত দে’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায় তাদের।
ছাত্র-জনতার আন্দোলনের কারণে উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় ভারতীয় কর্তৃপক্ষ বাংলাদেশে তাদের ভিসা সেন্টার পর্যায়ক্রমে সীমিত করতে থাকে। এ মাসের শুরুর দিকে শেখ হাসিনা সরকারের পতন এবং অন্তর্বর্তী সরকার গঠনের আগে বাংলাদেশে অনির্দিষ্টকালের জন্য ভিসা সেন্টার বন্ধ করে ভারত।
সম্প্রতি ঢাকায় যমুনা ফিউচার পার্কে ভারতীয় ভিসা সেন্টারে সীমিত পরিসরে কার্যক্রম চালু হয়েছে। এছাড়া অন্য ভিসা সেন্টারগুলো এখনও বন্ধ রয়েছে। এতে যারা তাদের পাসপোর্ট ভিসা সেন্টারে জমা দিয়েছেন তারা বিপাকে পড়েছেন। পাসপোর্ট ফেরত পেতে বেশ বেগ পোহাতে হচ্ছে।
হাছান মাহমুদের ভাইয়ের দখলে থাকা বন বিভাগের ৫৫ একর ভূমি উদ্ধারহাছান মাহমুদের ভাইয়ের দখলে থাকা বন বিভাগের ৫৫ একর ভূমি উদ্ধার
ভারতীয় হাইকমিশনের এক কর্মকর্তা রাতে বার্তা সংস্থা ইউএনবিকে বলেন, পরিস্থিতি হঠাৎ করে নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং লোকজনকে হুমকি দেওয়া হয়।
ওই কর্মকর্তা জানান, তারা তাদের আবেদনপত্র ঠিক রেখে সব পাসপোর্ট ফেরত দিচ্ছেন, যাতে স্বাভাবিক অবস্থা ফিরে এলে আবেদনকারীরা আবার তাদের পাসপোর্ট জমা দিতে পারেন।
তিনি বলেন, যেহেতু অনেকে পাসপোর্ট ফেরত চাইছেন, তাই তাদের আবেদন বাতিল না করেই আমরা পাসপোর্ট ফেরত দিচ্ছি।