আজ ২ নভেম্বর, বৃহস্পতিবার। আজও দিনভর বিশ্বে আলোচিত ছিল ফিলিস্তিন-ইসরায়েল সংঘাতের খবর। খবরগুলো একনজরে দেখে নেওয়া যাক।
গাজায় ইসরায়েলের ব্যাপক বোমা হামলা অব্যাহত আছে। ফিলিস্তিনের গাজা উপত্যকায় জাবালিয়া শরণার্থীশিবিরে গত মঙ্গলবার ও বুধবার ইসরায়েলের চালানো বোমা হামলায় অন্তত ১৯৫ জন নিহত হয়েছেন। এখনো নিখোঁজ আছেন ১২০ জন। গাজা উপত্যকা সরকারের গণমাধ্যম শাখা থেকে এ তথ্য জানানো হয়েছে। ওই হামলায় আহত হয়েছেন ৭৭৭ ফিলিস্তিনি।
জাতিসংঘের মানবাধিকার কার্যালয় বলেছে, গাজার জাবালিয়া শরণার্থীশিবিরে ইসরায়েলি বিমান হামলার ঘটনা যুদ্ধাপরাধ বলে বিবেচিত হতে পারে। জাতিসংঘের মানবাধিকার-বিষয়ক হাইকমিশনারের কার্যালয় থেকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স হ্যান্ডলে দেওয়া এক পোস্টে এসব কথা বলা হয়েছে।