এক দিনেই চারটি ফিফটির দেখা পেলো বাংলাদেশ। চমৎকার ব্যাটিং প্রদর্শনী দেখিয়ে চলেছে বাংলাদেশ। পাকিস্তানের সাথে রাওয়ালপিন্ডিতে ২য় ইনিংসে প্রথম ফিফটি ৯৩(১৮৩) আসে অপেনার সাদমান ইসলামের ব্যাট থেকে। এরপর অভিজ্ঞ মুমিনুল তার ১৯ তম ফিফটি ৫০(৭৬) করেন।
এরপর সাকিব আল হাসান ১৫ রানে ব্যর্থ হলে মুশফিকুর রহিম তার ২৮ তম ফিফটি করে বসেন। বড় ভাইকে নন স্ট্রাইকে পেয়ে লিটনও যেন এইদিনে ক্লাসিক ব্যাটিং এর নয়নাভিরাম দৃশ্যের অবতারনা করে চলেছেন। খুব দ্রুত মাত্র ৫১ বলে ফিফটি হাঁকিয়েছেন লিটন। ৮টি চার আর টি বিশাল ছক্কা মারেন। যে ছক্কায় বলটি রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের বাইরে গিয়ে আছরে পড়ে।
শেষ খবর পাওয়া পর্যন্ত মুশফিক ৫২ ও লিটিন ৫০ রানে অপরাজিত আছেন। বাংলাদেশ ৫ উইকেটে ৩০৭ রান। পাকিস্তানের চেয়ে প্রথম ইনিংসে এখনো ১৪০ রানে পিছিয়ে আছে বাংলাদেশ।