বছর ঘুরে এবারও ঢাকার আর্মি স্টেডিয়ামে ‘কোক স্টুডিও বাংলা লাইভ’ কনসার্টের জমকালো আসর বসছে। ১০ নভেম্বর ‘নাসেক নাসেক’, ‘কথা কইয়ো না’–এর মতো আলোচিত গান নিয়ে শ্রোতাদের সামনে আসবেন কোক স্টুডিও বাংলার শিল্পীরা।
এতে মমতাজ বেগম, বাপ্পা মজুমদার, শায়ান চৌধুরী অর্ণব, ইসলাম উদ্দিন পালাকার, ফজলু মাঝি, অনিমেষ রায়, পান্থ কানাই, মিজান রহমান, ঋতু রাজ, সানজিদা মাহমুদ নন্দিতা, নিগার সুলতানা সুমি, জালালি সেট, রিপন কুমার সরকার (বগা), সুনিধি নায়েক, সৌম্যদীপ শিকদার (মুর্শিদাবাদী), কানিজ খন্দকার, মাখন মিয়া, রুবাইয়াত রেহমান, জান্নাতুল ফেরদৌস আকবর, শানিলা ইসলাম, আরমীন মুসা ও ঘাসফড়িং কয়্যার, রিয়াদ হাসান, পল্লব, মেঘদল, জহুরা বাউল, সোহানা, মুকুল মজুমদার ঈশান, প্রীতম হাসান, ইমন চৌধুরী, এরফান মৃধা শিবলু, আলেয়া বেগম, ফুয়াদ আল মুক্তাদির ও হামিদা বানুসহ কোক স্টুডিও বাংলার দুই মৌসুমের শিল্পীরা গাইবেন।
এতে বিশেষ অতিথি হিসেবে থাকছেন এলিটা করিম, শুভ (ডি রকস্টার), আনিকা ও অনুরাধা মণ্ডল; থাকবে হাতিরপুল সেশনস ও লালন।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোক স্টুডিও বাংলা জানিয়েছে, দুই মৌসুমে সংগীত–অনুরাগীদের সমর্থন ও ভালোবাসা পেয়েছেন তাঁরা। অনুরাগীদের ভালোবাসাকে স্বীকৃতি দিতেই কনসার্ট আয়োজন করা হচ্ছে।
এর আগে গত বছর জুনে প্রথমবার কোক স্টুডিও বাংলা কনসার্টের আয়োজন করা হয়।
আরও পড়ুন