রাজধানীর তোপখানা রোডে অবস্থিত উদীচী শিল্প গোষ্ঠীর কেন্দ্রীয় কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা ৭টা ৪২ মিনিটের দিকে এ আগুন লাগে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আকতার আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যার দিকে একদল লোক উদীচী কার্যালয়ে প্রবেশ করে ভাঙচুর চালায় এবং পরবর্তীতে আগুন ধরিয়ে দেয়। হঠাৎ আগুন লাগার ঘটনায় কার্যালয়ের ভেতরে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, রাত ৮টা ১৩ মিনিটের মধ্যে আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে এ ঘটনায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
ঘটনার পর আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। অগ্নিসংযোগের কারণ ও এর সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।









