বিয়ের ২০ দিনের মাথায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে রোমেনা আক্তার (১৫) নামে এক নববধূ।
বুধবার (২৯ নভেম্বর) বিকেলে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ব্যাংকান্দা এলাকায় বিয়ে সংক্রান্ত বিবাদের জের ধরে ৫ মাসের অন্তঃসত্ত্বা এ নববধূ আত্মহত্যা করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রোমেনা তার দাদা ও দাদীসহ দাদার বাড়িতে বসবাস করতেন। প্রতিবেশী চাচা সম্পর্কে হাবিবুর ইসলামের সাথে তার অবৈধ সম্পর্ক তৈরী হয়। এতে রোমেনা অন্তঃসত্ত্বা হয়। এ ঘটনা নিয়ে বিরোধ দেখা দিলে ২০ দিন আগে তাদের বিয়ে হয়। কিন্তু বিয়ের পর থেকে দুই পরিবারের মধ্যে বিবাদ চলে আসছে। এ ঘটনার জের ধরে নিজ বাড়ির শয়নকক্ষে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন রোমেনা।
পাটগ্রাম থানার ওসি ফেরদৌস ওয়াহিদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রোমেনার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।