5:55 pm, Tuesday, 14 October 2025

যুক্তরাষ্ট্রে সড়কে আছড়ে পড়ল হেলিকপ্টার

যুক্তরাষ্ট্রে সড়কে আছড়ে পড়ল হেলিকপ্টার। ছবি: সংগৃহীত

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের স্যাক্রামেন্টো শহরে একটি মেডিকেল হেলিকপ্টার সড়কে আছড়ে পড়েছে। স্থানীয় সময় রোববার (৬ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে শহরের হাইওয়ে ৫০-এর ৫৯ নম্বর সড়কে ঘটে ভয়াবহ এই দুর্ঘটনা। এতে হেলিকপ্টারের চালকসহ ৩ জন ক্রু গুরুতর আহত হয়েছেন।

স্যাক্রামেন্টো ফায়ার সার্ভিসের ক্যাপ্টেন জাস্টিন সিলভিয়া জানিয়েছেন, বিধ্বস্ত হওয়া হেলিকপ্টারটি রিচ নামক একটি মার্কিন মেডিকেল পরিবহন সংস্থার। হেলিকপ্টারটিতে দুর্ঘটনার সময় কোনো রোগী ছিলেন না। শুধুমাত্র চালক, একজন ফ্লাইট নার্স এবং একজন প্যারামেডিক ছিলেন।

দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে ফায়ার সার্ভিস পৌঁছায়। তবে প্রাথমিকভাবে পথচারীরাই উদ্ধারকাজে এগিয়ে আসেন এবং আহত তিনজনের মধ্যে দু’জনকে উদ্ধার করেন। পরে তৃতীয়জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় ফায়ার সার্ভিস। তিনজনকেই আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হেলিকপ্টারটি সড়কে ভেঙে পড়লেও আশ্চর্যজনকভাবে কোনো চলন্ত যানবাহন এতে ক্ষতিগ্রস্ত হয়নি এবং কপ্টারে থাকা তিনজন ছাড়া আর কেউ আহত হননি।

কী কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হলো— তা এখনো স্পষ্ট নয়। যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) এবং ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) যৌথভাবে ঘটনার তদন্ত শুরু করেছে।

রিচ কোম্পানি এক বিবৃতিতে জানিয়েছে, দুর্ঘটনার তদন্তে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে পূর্ণ সহযোগিতা করবে।

Write Your Comment

About Author Information

Bangladesh Diplomat

Popular Post

যুক্তরাষ্ট্রে সড়কে আছড়ে পড়ল হেলিকপ্টার

Update Time : 01:17:09 pm, Tuesday, 7 October 2025

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের স্যাক্রামেন্টো শহরে একটি মেডিকেল হেলিকপ্টার সড়কে আছড়ে পড়েছে। স্থানীয় সময় রোববার (৬ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে শহরের হাইওয়ে ৫০-এর ৫৯ নম্বর সড়কে ঘটে ভয়াবহ এই দুর্ঘটনা। এতে হেলিকপ্টারের চালকসহ ৩ জন ক্রু গুরুতর আহত হয়েছেন।

স্যাক্রামেন্টো ফায়ার সার্ভিসের ক্যাপ্টেন জাস্টিন সিলভিয়া জানিয়েছেন, বিধ্বস্ত হওয়া হেলিকপ্টারটি রিচ নামক একটি মার্কিন মেডিকেল পরিবহন সংস্থার। হেলিকপ্টারটিতে দুর্ঘটনার সময় কোনো রোগী ছিলেন না। শুধুমাত্র চালক, একজন ফ্লাইট নার্স এবং একজন প্যারামেডিক ছিলেন।

দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে ফায়ার সার্ভিস পৌঁছায়। তবে প্রাথমিকভাবে পথচারীরাই উদ্ধারকাজে এগিয়ে আসেন এবং আহত তিনজনের মধ্যে দু’জনকে উদ্ধার করেন। পরে তৃতীয়জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় ফায়ার সার্ভিস। তিনজনকেই আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হেলিকপ্টারটি সড়কে ভেঙে পড়লেও আশ্চর্যজনকভাবে কোনো চলন্ত যানবাহন এতে ক্ষতিগ্রস্ত হয়নি এবং কপ্টারে থাকা তিনজন ছাড়া আর কেউ আহত হননি।

কী কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হলো— তা এখনো স্পষ্ট নয়। যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) এবং ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) যৌথভাবে ঘটনার তদন্ত শুরু করেছে।

রিচ কোম্পানি এক বিবৃতিতে জানিয়েছে, দুর্ঘটনার তদন্তে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে পূর্ণ সহযোগিতা করবে।