6:31 pm, Thursday, 9 October 2025

এবারের নির্বাচন জীবনের শেষ সুযোগ হিসেবে নিয়েছি: সিইসি

এবারের নির্বাচন জীবনের শেষ সুযোগ হিসেবে নিয়েছি: সিইসি। ছবি: সংগৃহীত

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, এবারের জাতীয় নির্বাচনকে তিনি জীবনের শেষ সুযোগ হিসেবে বিবেচনা করছেন। মঙ্গলবার (৭ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক সংলাপে তিনি এই মন্তব্য করেন।

নির্বাচন বিশেষজ্ঞ ও নারী নেত্রীদের সঙ্গে সংলাপে সিইসি বলেন, “দেশের জন্য কিছু করতে চাই। এজন্য এই নির্বাচনকে জীবনের শেষ সুযোগ হিসেবেই দেখছি।” তিনি জানান, একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতেই কমিশনের সর্বোচ্চ চেষ্টা থাকবে। এই লক্ষ্য অর্জনে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা অপরিহার্য বলেও মন্তব্য করেন তিনি।

সিইসি আরও বলেন, “প্রবাসী, সরকারি চাকরিজীবী ও হাজতিদের ভোটাধিকার নিশ্চিত করতে পোস্টাল ব্যালট এবং হাইব্রিড পদ্ধতির মতো প্রযুক্তিনির্ভর মডেল চালু করা হয়েছে। ভোটার তালিকা হালনাগাদে নারী-পুরুষ ভোটার পার্থক্য ৩০ লাখ থেকে অনেকটাই কমে এসেছে।”

তিনি জানান, নির্বাচনে নতুন নতুন চ্যালেঞ্জ যেমন কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া তথ্য ছড়ানোর বিরুদ্ধে সচেতন থাকতে হবে। কমিশন এসব বিষয় মোকাবেলায় প্রস্তুতি নিচ্ছে বলেও জানান তিনি।

সিইসি বলেন, “৭৩ বছর বয়সে এসে আমার আর কিছু চাওয়ার নেই। এবার জাতিকে একটি সুন্দর নির্বাচন উপহার দিতে চাই। এর জন্য সকলের সহযোগিতা প্রয়োজন।”

সংলাপে আরও উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের অন্য কমিশনার, সাবেক সচিব ও কর্মকর্তারা এবং বিভিন্ন নির্বাচন বিশেষজ্ঞরা।

Write Your Comment

About Author Information

Bangladesh Diplomat

Popular Post

এবারের নির্বাচন জীবনের শেষ সুযোগ হিসেবে নিয়েছি: সিইসি

Update Time : 01:07:49 pm, Tuesday, 7 October 2025

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, এবারের জাতীয় নির্বাচনকে তিনি জীবনের শেষ সুযোগ হিসেবে বিবেচনা করছেন। মঙ্গলবার (৭ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক সংলাপে তিনি এই মন্তব্য করেন।

নির্বাচন বিশেষজ্ঞ ও নারী নেত্রীদের সঙ্গে সংলাপে সিইসি বলেন, “দেশের জন্য কিছু করতে চাই। এজন্য এই নির্বাচনকে জীবনের শেষ সুযোগ হিসেবেই দেখছি।” তিনি জানান, একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতেই কমিশনের সর্বোচ্চ চেষ্টা থাকবে। এই লক্ষ্য অর্জনে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা অপরিহার্য বলেও মন্তব্য করেন তিনি।

সিইসি আরও বলেন, “প্রবাসী, সরকারি চাকরিজীবী ও হাজতিদের ভোটাধিকার নিশ্চিত করতে পোস্টাল ব্যালট এবং হাইব্রিড পদ্ধতির মতো প্রযুক্তিনির্ভর মডেল চালু করা হয়েছে। ভোটার তালিকা হালনাগাদে নারী-পুরুষ ভোটার পার্থক্য ৩০ লাখ থেকে অনেকটাই কমে এসেছে।”

তিনি জানান, নির্বাচনে নতুন নতুন চ্যালেঞ্জ যেমন কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া তথ্য ছড়ানোর বিরুদ্ধে সচেতন থাকতে হবে। কমিশন এসব বিষয় মোকাবেলায় প্রস্তুতি নিচ্ছে বলেও জানান তিনি।

সিইসি বলেন, “৭৩ বছর বয়সে এসে আমার আর কিছু চাওয়ার নেই। এবার জাতিকে একটি সুন্দর নির্বাচন উপহার দিতে চাই। এর জন্য সকলের সহযোগিতা প্রয়োজন।”

সংলাপে আরও উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের অন্য কমিশনার, সাবেক সচিব ও কর্মকর্তারা এবং বিভিন্ন নির্বাচন বিশেষজ্ঞরা।