5:18 pm, Wednesday, 29 October 2025

খাতা দেখা শেষ, ১৮ অক্টোবরের আগেই এইচএসসির ফল

খাতা দেখা শেষ, ১৮ অক্টোবরের আগেই এইচএসসির ফল। ছবি: সংগৃহীত

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

২০২৫ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার খাতা মূল্যায়ন শেষ হয়েছে। এখন চলছে ফল প্রকাশের প্রস্তুতি। সবকিছু ঠিক থাকলে ১৮ অক্টোবরের আগেই ফলাফল প্রকাশ করা হবে বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি।

মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেন কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার।

তিনি বলেন, “সকল বোর্ডেই খাতা দেখা শেষ হয়েছে। এখন ফলাফল প্রস্তুতের কারিগরি কাজ চলছে। নির্ধারিত সময়সীমার মধ্যেই ফল প্রকাশের জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।”

তিনি আরও জানান, “১৮ অক্টোবর পরীক্ষার ৬০ দিন পূর্ণ হচ্ছে। আমরা তার আগেই ফল প্রকাশ করব। তবে এখনো নির্দিষ্ট তারিখ ঠিক হয়নি। তারিখ চূড়ান্ত হলে জানিয়ে দেওয়া হবে।”

চলতি বছরের লিখিত এইচএসসি পরীক্ষা শেষ হয়েছে ১৯ আগস্ট, আর ব্যবহারিক পরীক্ষা হয়েছে ২১ থেকে ৩১ আগস্ট পর্যন্ত। এবারের পরীক্ষায় অংশ নিয়েছে মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ৬ লাখ ১৮ হাজার ১৫ জন এবং ছাত্রী ৬ লাখ ৩৩ হাজার ৯৬ জন।

দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এ পরীক্ষা সারাদেশের ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়। ঢাকা বোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা সবচেয়ে বেশি ২ লাখ ৯১ হাজার ২৪১ জন। এরপর রাজশাহীতে ১ লাখ ৩৩ হাজার ২৪২, কুমিল্লায় ১ লাখ ১ হাজার ৭৫০, যশোরে ১ লাখ ১৬ হাজার ৩১৭, চট্টগ্রামে ১ লাখ ৩৫ জন, বরিশালে ৬১ হাজার ২৫, সিলেটে ৬৯ হাজার ৬৮৩, দিনাজপুরে ১ লাখ ৩ হাজার ৮৩২ এবং ময়মনসিংহ বোর্ডে ৭৮ হাজার ২৭৩ জন পরীক্ষা দিয়েছেন।

এছাড়া, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিম পরীক্ষার্থী রয়েছেন ৮৬ হাজার ১০২ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডে ১ লাখ ৯ হাজার ৬১১ জন।

পাবলিক পরীক্ষা আইনে বলা আছে, লিখিত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশ করতে হয়। সেই হিসাবে আগামী ১৮ অক্টোবরের মধ্যেই ফল প্রকাশের বাধ্যবাধকতা রয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

Bangladesh Diplomat

Popular Post

খাতা দেখা শেষ, ১৮ অক্টোবরের আগেই এইচএসসির ফল

Update Time : 01:01:54 pm, Tuesday, 7 October 2025

২০২৫ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার খাতা মূল্যায়ন শেষ হয়েছে। এখন চলছে ফল প্রকাশের প্রস্তুতি। সবকিছু ঠিক থাকলে ১৮ অক্টোবরের আগেই ফলাফল প্রকাশ করা হবে বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি।

মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেন কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার।

তিনি বলেন, “সকল বোর্ডেই খাতা দেখা শেষ হয়েছে। এখন ফলাফল প্রস্তুতের কারিগরি কাজ চলছে। নির্ধারিত সময়সীমার মধ্যেই ফল প্রকাশের জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।”

তিনি আরও জানান, “১৮ অক্টোবর পরীক্ষার ৬০ দিন পূর্ণ হচ্ছে। আমরা তার আগেই ফল প্রকাশ করব। তবে এখনো নির্দিষ্ট তারিখ ঠিক হয়নি। তারিখ চূড়ান্ত হলে জানিয়ে দেওয়া হবে।”

চলতি বছরের লিখিত এইচএসসি পরীক্ষা শেষ হয়েছে ১৯ আগস্ট, আর ব্যবহারিক পরীক্ষা হয়েছে ২১ থেকে ৩১ আগস্ট পর্যন্ত। এবারের পরীক্ষায় অংশ নিয়েছে মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ৬ লাখ ১৮ হাজার ১৫ জন এবং ছাত্রী ৬ লাখ ৩৩ হাজার ৯৬ জন।

দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এ পরীক্ষা সারাদেশের ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়। ঢাকা বোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা সবচেয়ে বেশি ২ লাখ ৯১ হাজার ২৪১ জন। এরপর রাজশাহীতে ১ লাখ ৩৩ হাজার ২৪২, কুমিল্লায় ১ লাখ ১ হাজার ৭৫০, যশোরে ১ লাখ ১৬ হাজার ৩১৭, চট্টগ্রামে ১ লাখ ৩৫ জন, বরিশালে ৬১ হাজার ২৫, সিলেটে ৬৯ হাজার ৬৮৩, দিনাজপুরে ১ লাখ ৩ হাজার ৮৩২ এবং ময়মনসিংহ বোর্ডে ৭৮ হাজার ২৭৩ জন পরীক্ষা দিয়েছেন।

এছাড়া, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিম পরীক্ষার্থী রয়েছেন ৮৬ হাজার ১০২ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডে ১ লাখ ৯ হাজার ৬১১ জন।

পাবলিক পরীক্ষা আইনে বলা আছে, লিখিত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশ করতে হয়। সেই হিসাবে আগামী ১৮ অক্টোবরের মধ্যেই ফল প্রকাশের বাধ্যবাধকতা রয়েছে।