4:28 pm, Thursday, 9 October 2025

দায়িত্ব নেওয়ার ২৬ দিনের মাথায় পদত্যাগ করলেন ফ্রান্সের প্রধানমন্ত্রী

দায়িত্ব নেওয়ার ২৬ দিনের মাথায় পদত্যাগ করলেন ফ্রান্সের প্রধানমন্ত্রী। ছবি: সংগৃহীত

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

দায়িত্ব নেওয়ার মাত্র ২৬ দিনেই পদত্যাগ করলেন ফ্রান্সের প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নু। সোমবার (৬ অক্টোবর) সকালে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে বৈঠক শেষে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির তথ্য অনুযায়ী, চলতি বছরের সেপ্টেম্বরে আস্থা ভোটে পরাজয়ের পর ফ্রাঁসোয়া বাইরুর নেতৃত্বাধীন সরকার ভেঙে পড়ে। এরপর ১০ সেপ্টেম্বর সেবাস্তিয়ান লেকর্নুকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন প্রেসিডেন্ট ম্যাক্রোঁ। কিন্তু মাত্র ২৬ দিনের মাথায়ই দায়িত্ব ছাড়তে হলো তাকে।

রয়টার্স জানায়, নতুন প্রধানমন্ত্রী হিসেবে লেকর্নু নিজের মন্ত্রিসভা গঠন করলেও শুরু থেকেই ছিল তীব্র সমালোচনা। জাতীয় পরিষদের একাধিক দল অভিযোগ তোলে, তিনি আগের সরকারের পুরোনো মন্ত্রীদের রেখে দিয়েছেন নতুন মন্ত্রিসভায়। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে কিছু দল সরকার বাতিলের হুমকি দেয় এবং আগাম নির্বাচনের দাবি তোলে।

এই রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেই আরও কয়েকটি দল শুধু আগাম নির্বাচন নয়, প্রেসিডেন্ট ম্যাক্রোঁর পদত্যাগের দাবিও জানায়। তবে প্রেসিডেন্ট স্পষ্ট জানিয়েছেন, ২০২৭ সালে মেয়াদ পূর্ণ হওয়ার আগে তিনি পদত্যাগ করবেন না।

প্রসঙ্গত, ২০২৪ সালের মাঝামাঝি থেকেই ফ্রান্সে রাজনৈতিক অস্থিরতা বাড়তে শুরু করে। জাতীয় পরিষদে সংখ্যাগরিষ্ঠতা হারানো, দলীয় কোন্দল ও বাজেট পাশের জটিলতার কারণে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। এর মধ্যেই সেবাস্তিয়ান লেকর্নু হলেন ম্যাক্রোঁর দ্বিতীয় মেয়াদে পঞ্চম প্রধানমন্ত্রী, যার মেয়াদ শেষ হলো মাত্র ২৬ দিনেই।

Write Your Comment

About Author Information

Bangladesh Diplomat

Popular Post

দায়িত্ব নেওয়ার ২৬ দিনের মাথায় পদত্যাগ করলেন ফ্রান্সের প্রধানমন্ত্রী

Update Time : 05:48:42 pm, Monday, 6 October 2025

দায়িত্ব নেওয়ার মাত্র ২৬ দিনেই পদত্যাগ করলেন ফ্রান্সের প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নু। সোমবার (৬ অক্টোবর) সকালে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে বৈঠক শেষে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির তথ্য অনুযায়ী, চলতি বছরের সেপ্টেম্বরে আস্থা ভোটে পরাজয়ের পর ফ্রাঁসোয়া বাইরুর নেতৃত্বাধীন সরকার ভেঙে পড়ে। এরপর ১০ সেপ্টেম্বর সেবাস্তিয়ান লেকর্নুকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন প্রেসিডেন্ট ম্যাক্রোঁ। কিন্তু মাত্র ২৬ দিনের মাথায়ই দায়িত্ব ছাড়তে হলো তাকে।

রয়টার্স জানায়, নতুন প্রধানমন্ত্রী হিসেবে লেকর্নু নিজের মন্ত্রিসভা গঠন করলেও শুরু থেকেই ছিল তীব্র সমালোচনা। জাতীয় পরিষদের একাধিক দল অভিযোগ তোলে, তিনি আগের সরকারের পুরোনো মন্ত্রীদের রেখে দিয়েছেন নতুন মন্ত্রিসভায়। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে কিছু দল সরকার বাতিলের হুমকি দেয় এবং আগাম নির্বাচনের দাবি তোলে।

এই রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেই আরও কয়েকটি দল শুধু আগাম নির্বাচন নয়, প্রেসিডেন্ট ম্যাক্রোঁর পদত্যাগের দাবিও জানায়। তবে প্রেসিডেন্ট স্পষ্ট জানিয়েছেন, ২০২৭ সালে মেয়াদ পূর্ণ হওয়ার আগে তিনি পদত্যাগ করবেন না।

প্রসঙ্গত, ২০২৪ সালের মাঝামাঝি থেকেই ফ্রান্সে রাজনৈতিক অস্থিরতা বাড়তে শুরু করে। জাতীয় পরিষদে সংখ্যাগরিষ্ঠতা হারানো, দলীয় কোন্দল ও বাজেট পাশের জটিলতার কারণে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। এর মধ্যেই সেবাস্তিয়ান লেকর্নু হলেন ম্যাক্রোঁর দ্বিতীয় মেয়াদে পঞ্চম প্রধানমন্ত্রী, যার মেয়াদ শেষ হলো মাত্র ২৬ দিনেই।