বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশে গণতান্ত্রিক ধারার পুনঃপ্রতিষ্ঠা করতে হলে একটি গ্রহণযোগ্য নির্বাচন অপরিহার্য।
রবিবার (৫ অক্টোবর) গুলশানে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস এবং সিনিয়র হিউম্যান রাইটস অ্যাডভাইজার হুমা খানের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
আমীর খসরু বলেন, “গণতন্ত্রের অগ্রযাত্রায় রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্ক ও সংলাপের চর্চা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
বৈঠকে রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনা হয় জানিয়ে তিনি বলেন, জাতিসংঘ আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনের আগ পর্যন্ত মানবিক সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছে।
অন্যদিকে, গোয়েন লুইস জানান, রোহিঙ্গা সংকট মোকাবেলায় বাংলাদেশকে আরও সহযোগিতা প্রয়োজন এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব রয়েছে এই বিষয়ে কার্যকর ভূমিকা রাখার।