6:43 am, Thursday, 9 October 2025

‘সমঝোতা হলে ১০০ আসন ছেড়ে দেবে জামায়াত’

‘সমঝোতা হলে ১০০ আসন ছেড়ে দেবে জামায়াত’। ছবি: সংগৃহীত

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ইসলামী সমমনা দলগুলোর সঙ্গে ঐক্য গড়ার প্রক্রিয়ায় জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ১০০টি আসন ছাড় দেওয়ার সম্ভাবনার কথা জানালেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

শুক্রবার (৩ অক্টোবর) খুলনায় ইসলামী ছাত্রশিবিরের সদস্য পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “যদিও আমরা ৩০০ আসনে প্রার্থী চূড়ান্ত করেছি, তবুও যেসব দলের সঙ্গে ঐক্য হবে, তাদের জন্য কিছু আসন ছাড়তেই হবে। নইলে ঐক্য হবে না।”

তিনি আরও জানান, “আমিরে জামায়াত আমাকে আইডিয়া দিয়েছেন, এমনও হতে পারে যে সমঝোতার অংশ হিসেবে আমাদের ১০০ আসনও ছাড়তে হতে পারে। আমাদের মাইন্ডসেট তৈরি রাখতে বলা হয়েছে—কমপক্ষে ২০০ আসনে আমরা ইনশাআল্লাহ নির্বাচন করব।”

পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মিয়া গোলাম পরওয়ার বলেন, “ঐকমত্য কমিশনের মাধ্যমে আমরা জুলাই সনদের আইনি ভিত্তি চেয়েছি। কিন্তু একটি বড় রাজনৈতিক দলের বাধার কারণে প্রক্রিয়াটি এগোচ্ছে না। তারা মৌলিক সংস্কারে আগ্রহী নয়। তারা মনে করছে ক্ষমতা তাদের হাতে চলে এসেছে, এই আত্মতুষ্টিই তাদেরকে ডাকসু-জাকসুর মতো ছাত্রসংগঠনের নির্বাচনেও ফল দিয়েছে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা মহানগর ছাত্রশিবিরের সভাপতি আরাফাত হোসেন মিলন এবং সঞ্চালনায় ছিলেন সেক্রেটারি রাকিব হোসাইন। অন্যদের মধ্যে বক্তব্য দেন খুলনা জেলা জামায়াতের আমির মাওলানা এমরান হোসাইন, মহানগর জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট জাহাঙ্গীর হুসাইন হেলাল ও নড়াইল জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট আতাউর রহমান বাচ্চু।

Write Your Comment

About Author Information

Bangladesh Diplomat

Popular Post

‘সমঝোতা হলে ১০০ আসন ছেড়ে দেবে জামায়াত’

Update Time : 06:22:58 pm, Saturday, 4 October 2025

ইসলামী সমমনা দলগুলোর সঙ্গে ঐক্য গড়ার প্রক্রিয়ায় জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ১০০টি আসন ছাড় দেওয়ার সম্ভাবনার কথা জানালেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

শুক্রবার (৩ অক্টোবর) খুলনায় ইসলামী ছাত্রশিবিরের সদস্য পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “যদিও আমরা ৩০০ আসনে প্রার্থী চূড়ান্ত করেছি, তবুও যেসব দলের সঙ্গে ঐক্য হবে, তাদের জন্য কিছু আসন ছাড়তেই হবে। নইলে ঐক্য হবে না।”

তিনি আরও জানান, “আমিরে জামায়াত আমাকে আইডিয়া দিয়েছেন, এমনও হতে পারে যে সমঝোতার অংশ হিসেবে আমাদের ১০০ আসনও ছাড়তে হতে পারে। আমাদের মাইন্ডসেট তৈরি রাখতে বলা হয়েছে—কমপক্ষে ২০০ আসনে আমরা ইনশাআল্লাহ নির্বাচন করব।”

পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মিয়া গোলাম পরওয়ার বলেন, “ঐকমত্য কমিশনের মাধ্যমে আমরা জুলাই সনদের আইনি ভিত্তি চেয়েছি। কিন্তু একটি বড় রাজনৈতিক দলের বাধার কারণে প্রক্রিয়াটি এগোচ্ছে না। তারা মৌলিক সংস্কারে আগ্রহী নয়। তারা মনে করছে ক্ষমতা তাদের হাতে চলে এসেছে, এই আত্মতুষ্টিই তাদেরকে ডাকসু-জাকসুর মতো ছাত্রসংগঠনের নির্বাচনেও ফল দিয়েছে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা মহানগর ছাত্রশিবিরের সভাপতি আরাফাত হোসেন মিলন এবং সঞ্চালনায় ছিলেন সেক্রেটারি রাকিব হোসাইন। অন্যদের মধ্যে বক্তব্য দেন খুলনা জেলা জামায়াতের আমির মাওলানা এমরান হোসাইন, মহানগর জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট জাহাঙ্গীর হুসাইন হেলাল ও নড়াইল জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট আতাউর রহমান বাচ্চু।