যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান বোমাবর্ষণ অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছেন। শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক বার্তায় তিনি এ আহ্বান জানান।
ট্রাম্প জানান, গাজা নিয়ন্ত্রণকারী সংগঠন হামাস সব জীবিত ও মৃত ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিতে সম্মত হওয়ার পর তিনি আশাবাদী হয়েছেন যে, তারা দীর্ঘমেয়াদি শান্তির জন্য প্রস্তুত। তাই গাজায় বোমাবর্ষণ বন্ধের মাধ্যমে জিম্মিদের নিরাপদে সরিয়ে আনার পথ তৈরি করতে হবে বলে মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, “এই মুহূর্তে গাজায় বোমাবর্ষণ অত্যন্ত ঝুঁকিপূর্ণ। আমরা ইতোমধ্যে যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে বিস্তারিত আলোচনা শুরু করেছি, যার লক্ষ্য কেবল গাজায় নয়, পুরো মধ্যপ্রাচ্যে টেকসই শান্তি প্রতিষ্ঠা।”
এর আগে, গত সপ্তাহে ট্রাম্প গাজা যুদ্ধ অবসানে ২০ দফা পরিকল্পনার একটি প্রস্তাব দেন। সেই প্রস্তাবে সমর্থন জানিয়েছে হামাস। শুক্রবার এক বিবৃতিতে হামাস জানায়, তারা জিম্মিদের মুক্তির পাশাপাশি গাজার প্রশাসনিক দায়িত্ব হস্তান্তর ও স্থায়ী যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় প্রস্তুত।
বিশ্লেষকরা মনে করছেন, হামাস ও ইসরায়েল উভয়ের সম্মতিতে এই প্রস্তাব বাস্তবায়িত হলে, দুই বছর ধরে চলা গাজা যুদ্ধের অবসানে বড় পদক্ষেপ হতে পারে এটি।
উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাস হঠাৎ ইসরায়েলি ভূখণ্ডে হামলা চালিয়ে ১,২০০ জনকে হত্যা ও ২৫১ জনকে জিম্মি করে। এর জবাবে ইসরায়েল গাজায় সামরিক অভিযান শুরু করে। এ পর্যন্ত নিহত হয়েছেন প্রায় ৬৭ হাজার ফিলিস্তিনি, যাদের বেশিরভাগই নারী ও শিশু।
হামাস জানিয়েছে, এখনো তাদের হেফাজতে ৩৫ জন জিম্মি রয়েছে, যাদের অন্তত ২০ জন জীবিত। ট্রাম্প এর আগে হামাসকে আল্টিমেটাম দিয়ে বলেছিলেন, নির্দিষ্ট সময়ের মধ্যে সাড়া না দিলে তাদের ওপর ‘নরক’ নেমে আসবে। পরে হামাস প্রস্তাবে সম্মতি জানিয়ে একীভূত ফিলিস্তিনি কাঠামোর আলোকে চুক্তির শর্তাবলি নিয়ে আলোচনার আগ্রহ প্রকাশ করে।