গাজায় ত্রাণ সহায়তা পৌঁছাতে যাওয়া ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ থেকে আটক অধিকারকর্মীদের মেঝেতে বসিয়ে অপমান করছেন ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
বৃহস্পতিবার (২ অক্টোবর) সন্ধ্যায় ঘটনাটি ইসরায়েলের আশদোদ বন্দরে ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
ভাইরাল ভিডিওতে দেখা যায়, মেঝেতে বসে থাকা শতাধিক স্বেচ্ছাসেবককে “সন্ত্রাসী” বলে আখ্যা দিচ্ছেন বেন-গভির। তিনি দাবি করেন, ফ্লোটিলার জাহাজগুলো “খালি” ছিল এবং সেখানে গাজার জন্য কোনো ত্রাণ ছিল না। কটাক্ষ করে তিনি বলেন, “তারা সাহায্য করতে আসেনি, তারা এসেছিল সন্ত্রাসীদের জন্য। এরা সন্ত্রাসী।”
তবে ফ্লোটিলার সর্বশেষ জাহাজ ‘দ্য ম্যারিনেট’ এখনও গাজার দিকে অগ্রসর হচ্ছে বলে জানায় কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টার দিকে পাওয়া তথ্য অনুযায়ী, ইসরায়েলি বাহিনী এখনো ইয়টটিকে আটক করতে পারেনি।
লাইভ ভিডিও ফিডে দেখা গেছে, পোলিশ পতাকা বহনকারী ‘দ্য ম্যারিনেট’ ভূমধ্যসাগরের আন্তর্জাতিক জলসীমা অতিক্রম করে গাজার আঞ্চলিক জলসীমার দিকে এগোচ্ছে। ফ্লোটিলার জিও-ট্র্যাকার অনুযায়ী, এটি তখন গাজার উপকূল থেকে প্রায় ৮৮ কিলোমিটার পশ্চিমে ছিল।
জাহাজটিতে ছয়জন আরোহী রয়েছেন। তাদের ক্যাপ্টেন সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিও বার্তায় জানান, ইঞ্জিনে যান্ত্রিক সমস্যা ছিল, যা এখন ঠিক করা হয়েছে।