11:24 am, Thursday, 9 October 2025

গ্লোবাল সুমুদ ফ্লোটিলা আটক, ইসরায়েলের বিরুদ্ধে বাংলাদেশের নিন্দা

গ্লোবাল সুমুদ ফ্লোটিলা আটক, ইসরায়েলের বিরুদ্ধে বাংলাদেশের নিন্দা । ছবি: সংগৃহীত

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

গাজার জন্য মানবিক সহায়তা নিয়ে যাওয়া গ্লোবাল সুমুদ ফ্লোটিলাকে আন্তর্জাতিক জলসীমায় আটক করেছে ইসরায়েলি দখলদার বাহিনী। এই ঘটনাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে অভিহিত করে তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার।

শুক্রবার (৩ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, ফ্লোটিলা আটক করার মাধ্যমে ইসরায়েল আবারও প্রমাণ করল, তারা মানবিক সহায়তাকেও যুদ্ধাস্ত্র হিসেবে ব্যবহার করছে। এটি মানবাধিকারের চরম অবমাননা।

বাংলাদেশ অবিলম্বে ফ্লোটিলায় থাকা সব মানবাধিকারকর্মী ও শান্তিকামী কর্মীদের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছে এবং তাদের নিরাপত্তা ও সুস্থতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, গাজা ও পশ্চিম তীর থেকে ইসরায়েলের বেআইনি দখলদারিত্ব অবসানের পাশাপাশি চলমান গণহত্যা ও অবরোধ বন্ধ করতে হবে। আন্তর্জাতিক মানবাধিকার আইন মেনে চলার জন্যও ইসরায়েলের প্রতি আহ্বান জানানো হয়েছে।

বাংলাদেশ সরকারের মতে, এই ফ্লোটিলা বিশ্ববাসীর ফিলিস্তিনিদের প্রতি সংহতির প্রতীক। গাজাবাসীদের জন্য সহায়তা পৌঁছাতে ইসরায়েলকে নিরবচ্ছিন্ন প্রবেশাধিকার নিশ্চিত করতে হবে। দখলদারিত্বের কারণে গাজায় সাধারণ মানুষ এখনও মৌলিক মানবাধিকার থেকে বঞ্চিত।

বাংলাদেশ সরকার ও জনগণ এই দুঃসময়ে ফিলিস্তিনি জনগণের পাশে আছে এবং ভবিষ্যতেও তাদের ন্যায্য অধিকার আদায়ের সংগ্রামে একাত্ম থাকবে বলে জানানো হয়েছে।

Write Your Comment

About Author Information

Bangladesh Diplomat

Popular Post

গ্লোবাল সুমুদ ফ্লোটিলা আটক, ইসরায়েলের বিরুদ্ধে বাংলাদেশের নিন্দা

Update Time : 06:21:18 pm, Friday, 3 October 2025

গাজার জন্য মানবিক সহায়তা নিয়ে যাওয়া গ্লোবাল সুমুদ ফ্লোটিলাকে আন্তর্জাতিক জলসীমায় আটক করেছে ইসরায়েলি দখলদার বাহিনী। এই ঘটনাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে অভিহিত করে তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার।

শুক্রবার (৩ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, ফ্লোটিলা আটক করার মাধ্যমে ইসরায়েল আবারও প্রমাণ করল, তারা মানবিক সহায়তাকেও যুদ্ধাস্ত্র হিসেবে ব্যবহার করছে। এটি মানবাধিকারের চরম অবমাননা।

বাংলাদেশ অবিলম্বে ফ্লোটিলায় থাকা সব মানবাধিকারকর্মী ও শান্তিকামী কর্মীদের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছে এবং তাদের নিরাপত্তা ও সুস্থতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, গাজা ও পশ্চিম তীর থেকে ইসরায়েলের বেআইনি দখলদারিত্ব অবসানের পাশাপাশি চলমান গণহত্যা ও অবরোধ বন্ধ করতে হবে। আন্তর্জাতিক মানবাধিকার আইন মেনে চলার জন্যও ইসরায়েলের প্রতি আহ্বান জানানো হয়েছে।

বাংলাদেশ সরকারের মতে, এই ফ্লোটিলা বিশ্ববাসীর ফিলিস্তিনিদের প্রতি সংহতির প্রতীক। গাজাবাসীদের জন্য সহায়তা পৌঁছাতে ইসরায়েলকে নিরবচ্ছিন্ন প্রবেশাধিকার নিশ্চিত করতে হবে। দখলদারিত্বের কারণে গাজায় সাধারণ মানুষ এখনও মৌলিক মানবাধিকার থেকে বঞ্চিত।

বাংলাদেশ সরকার ও জনগণ এই দুঃসময়ে ফিলিস্তিনি জনগণের পাশে আছে এবং ভবিষ্যতেও তাদের ন্যায্য অধিকার আদায়ের সংগ্রামে একাত্ম থাকবে বলে জানানো হয়েছে।