2:29 pm, Thursday, 9 October 2025

মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, গুলি করে আতঙ্ক সৃষ্টি

মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, গুলি করে আতঙ্ক সৃষ্টি। ছবি :সংগৃহীত

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

রাজধানীর মিরপুরের সেনপাড়া পর্বতা এলাকায় যাত্রীবাহী একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার (৩ অক্টোবর) সকাল ৭টার দিকে আলিফ পরিবহনের বাসটিতে দুর্বৃত্তরা গুলি ছুড়ে আতঙ্ক ছড়ায় এবং পরে আগুন ধরিয়ে দেয়।

চালক ও পুলিশের ভাষ্য মতে, সেনপাড়ায় পৌঁছানোর পর বাস থামানোর সংকেত দেয় কয়েকজন ব্যক্তি। বাস থামার সঙ্গে সঙ্গেই তারা চালক ও হেলপারকে মারধর করে জোরপূর্বক নামিয়ে দেয়। যাত্রীরা আতঙ্কে বাস থেকে নেমে পড়েন। এরপর দুর্বৃত্তরা বাসের সামনের কাঁচ লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি চালিয়ে দ্রুত আগুন লাগিয়ে দেয়।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে সহায়তা করে এবং বাসটি জব্দ করে।

ঘটনার পেছনে চাঁদাবাজির যোগসূত্রের আশঙ্কা করছে বাস মালিকপক্ষ। তাদের দাবি, কিছুদিন আগে “নেছার” নামের এক ব্যক্তি চাঁদা না পেয়ে স্টাফদের ওপর হামলা চালিয়েছিলেন। তার সংশ্লিষ্টতা থাকতেই পারে।

এ বিষয়ে মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মাকছুদুর রহমান জানান, “সম্প্রতি আলিফ পরিবহন কিছু কর্মী ছাঁটাই করেছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ক্ষুব্ধ সেই কর্মীরাই এ হামলার পেছনে থাকতে পারে। বিষয়টি তদন্তাধীন।”

তিনি আরও বলেন, “ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করতে পুলিশ কাজ করছে। দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Write Your Comment

About Author Information

Bangladesh Diplomat

Popular Post

মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, গুলি করে আতঙ্ক সৃষ্টি

Update Time : 06:13:16 pm, Friday, 3 October 2025

রাজধানীর মিরপুরের সেনপাড়া পর্বতা এলাকায় যাত্রীবাহী একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার (৩ অক্টোবর) সকাল ৭টার দিকে আলিফ পরিবহনের বাসটিতে দুর্বৃত্তরা গুলি ছুড়ে আতঙ্ক ছড়ায় এবং পরে আগুন ধরিয়ে দেয়।

চালক ও পুলিশের ভাষ্য মতে, সেনপাড়ায় পৌঁছানোর পর বাস থামানোর সংকেত দেয় কয়েকজন ব্যক্তি। বাস থামার সঙ্গে সঙ্গেই তারা চালক ও হেলপারকে মারধর করে জোরপূর্বক নামিয়ে দেয়। যাত্রীরা আতঙ্কে বাস থেকে নেমে পড়েন। এরপর দুর্বৃত্তরা বাসের সামনের কাঁচ লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি চালিয়ে দ্রুত আগুন লাগিয়ে দেয়।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে সহায়তা করে এবং বাসটি জব্দ করে।

ঘটনার পেছনে চাঁদাবাজির যোগসূত্রের আশঙ্কা করছে বাস মালিকপক্ষ। তাদের দাবি, কিছুদিন আগে “নেছার” নামের এক ব্যক্তি চাঁদা না পেয়ে স্টাফদের ওপর হামলা চালিয়েছিলেন। তার সংশ্লিষ্টতা থাকতেই পারে।

এ বিষয়ে মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মাকছুদুর রহমান জানান, “সম্প্রতি আলিফ পরিবহন কিছু কর্মী ছাঁটাই করেছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ক্ষুব্ধ সেই কর্মীরাই এ হামলার পেছনে থাকতে পারে। বিষয়টি তদন্তাধীন।”

তিনি আরও বলেন, “ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করতে পুলিশ কাজ করছে। দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”