12:43 pm, Thursday, 9 October 2025

আইনজীবীর ফি দিতে পারছেন না সাবেক বিচারপতি মানিক

আইনজীবীর ফি দিতে পারছেন না সাবেক বিচারপতি মানিক। ছবি: সংগৃহীত

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় গ্রেপ্তার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক চরম আর্থিক সংকটে ভুগছেন। মামলা পরিচালনার খরচ বহন করতে না পেরে নিজের ল চেম্বারের সব বই বিক্রি করে দিয়েছেন বলে জানিয়েছেন তার আইনজীবী মোরশেদ হোসেন।

সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল পৌনে ১০টার দিকে প্রিজন ভ্যানে করে আদালত প্রাঙ্গণে আনা হয় বিচারপতি মানিককে। এ সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তার আইনজীবী বলেন, “তিনি (শামসুদ্দিন চৌধুরী) মারাত্মক অর্থকষ্টে রয়েছেন। আইনজীবীর ফি দেওয়ার মতো অবস্থাও নেই। বাধ্য হয়ে চেম্বারের সব বই বিক্রি করে দিয়েছেন।”

এদিকে দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) তরিকুল ইসলাম আদালতকে জানান, বিচারপতি মানিকের বিরুদ্ধে ৫ কোটি ৩৯ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। এই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করেন।

আদালতে হাজির করার সময় নিরাপত্তা ব্যবস্থাও ছিল চোখে পড়ার মতো। পুলিশ সদস্যরা বিচারপতি মানিকের দুই হাতে হাতকড়া পরিয়ে দেন। তিনি তখন বুলেটপ্রুফ জ্যাকেট ও হেলমেট পরা অবস্থায় ছিলেন। হাজতখানায় বসার জন্য একটি মাদুর দেওয়া হয় তাকে।

বেলা সাড়ে ১১টায় তাকে আদালতে তোলা হয় এবং কাঠগড়ায় দাঁড় করানো হয়। পরে আদালত থেকে বের হওয়ার সময় আবারও তাকে হাতকড়া পরানো হয় এবং একই প্রিজন ভ্যানে তোলা হয় যেটিতে ছিলেন আওয়ামী লীগের সাবেক এমপি আবদুস সালাম মুর্শেদী এবং ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ কুমার আগরওয়ালা।

Write Your Comment

About Author Information

Bangladesh Diplomat

Popular Post

আইনজীবীর ফি দিতে পারছেন না সাবেক বিচারপতি মানিক

Update Time : 09:29:10 am, Tuesday, 30 September 2025

দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় গ্রেপ্তার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক চরম আর্থিক সংকটে ভুগছেন। মামলা পরিচালনার খরচ বহন করতে না পেরে নিজের ল চেম্বারের সব বই বিক্রি করে দিয়েছেন বলে জানিয়েছেন তার আইনজীবী মোরশেদ হোসেন।

সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল পৌনে ১০টার দিকে প্রিজন ভ্যানে করে আদালত প্রাঙ্গণে আনা হয় বিচারপতি মানিককে। এ সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তার আইনজীবী বলেন, “তিনি (শামসুদ্দিন চৌধুরী) মারাত্মক অর্থকষ্টে রয়েছেন। আইনজীবীর ফি দেওয়ার মতো অবস্থাও নেই। বাধ্য হয়ে চেম্বারের সব বই বিক্রি করে দিয়েছেন।”

এদিকে দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) তরিকুল ইসলাম আদালতকে জানান, বিচারপতি মানিকের বিরুদ্ধে ৫ কোটি ৩৯ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। এই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করেন।

আদালতে হাজির করার সময় নিরাপত্তা ব্যবস্থাও ছিল চোখে পড়ার মতো। পুলিশ সদস্যরা বিচারপতি মানিকের দুই হাতে হাতকড়া পরিয়ে দেন। তিনি তখন বুলেটপ্রুফ জ্যাকেট ও হেলমেট পরা অবস্থায় ছিলেন। হাজতখানায় বসার জন্য একটি মাদুর দেওয়া হয় তাকে।

বেলা সাড়ে ১১টায় তাকে আদালতে তোলা হয় এবং কাঠগড়ায় দাঁড় করানো হয়। পরে আদালত থেকে বের হওয়ার সময় আবারও তাকে হাতকড়া পরানো হয় এবং একই প্রিজন ভ্যানে তোলা হয় যেটিতে ছিলেন আওয়ামী লীগের সাবেক এমপি আবদুস সালাম মুর্শেদী এবং ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ কুমার আগরওয়ালা।