5:11 pm, Thursday, 9 October 2025

‘প্রতিবেশী দেশ ও ফ্যাসিবাদের দোসরদের ইন্ধনে খাগড়াছড়িতে অস্থিরতা হচ্ছে’

‘প্রতিবেশী দেশ ও ফ্যাসিবাদের দোসরদের ইন্ধনে খাগড়াছড়িতে অস্থিরতা হচ্ছে’। ছবি: সংগৃহীত

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

পার্বত্য খাগড়াছড়িতে চলমান অস্থিরতার পেছনে রয়েছে প্রতিবেশী দেশ ও ফ্যাসিবাদের দোসরদের ইন্ধন—এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর রমনায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পাঁচটি থানার নতুন ভবন নির্মাণ কাজ উদ্বোধনের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, “একটি মহল চায় না বাংলাদেশে ধর্মীয় উৎসব শান্তিপূর্ণভাবে উদযাপিত হোক। তারাই চক্রান্ত করছে দুর্গাপূজা বানচালের জন্য, খাগড়াছড়িতে অস্থিতিশীলতা সৃষ্টির পেছনেও তাদের হাত রয়েছে। ভারত বা ফ্যাসিস্টদের ইন্ধন রয়েছে এ ঘটনার পেছনে। সরকার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে এবং প্রতিরোধে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করছে।”

তিনি আরও জানান, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সরাসরি খাগড়াছড়িতে অবস্থান করছেন এবং স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে আলোচনার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, “কিছু সন্ত্রাসী পাহাড় থেকে গুলি চালিয়েছে। আমরা ধারণা করছি, এসব অস্ত্র দেশের বাইরে থেকে আসছে। এসব সন্ত্রাস মোকাবেলায় আইন-শৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে এবং সকলের সহযোগিতা কামনা করছি।”

দুর্গাপূজা উপলক্ষে তিনি বলেন, “এটা আমাদের বড় ধর্মীয় উৎসব। কেউ যেন এই সময় বিশৃঙ্খলা সৃষ্টি না করে, রাস্তাঘাট বন্ধ না করে এবং পূজা যেন নির্বিঘ্নে অনুষ্ঠিত হয়, সেজন্য আমরা সর্বোচ্চ প্রস্তুত আছি।”

এদিকে খাগড়াছড়িতে আটকে পড়া পর্যটকদের বিষয়ে তিনি বলেন, “অধিকাংশ পর্যটককে নিরাপদে ফিরিয়ে আনা হয়েছে। বাকিদেরও দ্রুত উদ্ধার করা হবে।”

Write Your Comment

About Author Information

Bangladesh Diplomat

Popular Post

‘প্রতিবেশী দেশ ও ফ্যাসিবাদের দোসরদের ইন্ধনে খাগড়াছড়িতে অস্থিরতা হচ্ছে’

Update Time : 01:24:50 pm, Monday, 29 September 2025

পার্বত্য খাগড়াছড়িতে চলমান অস্থিরতার পেছনে রয়েছে প্রতিবেশী দেশ ও ফ্যাসিবাদের দোসরদের ইন্ধন—এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর রমনায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পাঁচটি থানার নতুন ভবন নির্মাণ কাজ উদ্বোধনের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, “একটি মহল চায় না বাংলাদেশে ধর্মীয় উৎসব শান্তিপূর্ণভাবে উদযাপিত হোক। তারাই চক্রান্ত করছে দুর্গাপূজা বানচালের জন্য, খাগড়াছড়িতে অস্থিতিশীলতা সৃষ্টির পেছনেও তাদের হাত রয়েছে। ভারত বা ফ্যাসিস্টদের ইন্ধন রয়েছে এ ঘটনার পেছনে। সরকার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে এবং প্রতিরোধে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করছে।”

তিনি আরও জানান, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সরাসরি খাগড়াছড়িতে অবস্থান করছেন এবং স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে আলোচনার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, “কিছু সন্ত্রাসী পাহাড় থেকে গুলি চালিয়েছে। আমরা ধারণা করছি, এসব অস্ত্র দেশের বাইরে থেকে আসছে। এসব সন্ত্রাস মোকাবেলায় আইন-শৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে এবং সকলের সহযোগিতা কামনা করছি।”

দুর্গাপূজা উপলক্ষে তিনি বলেন, “এটা আমাদের বড় ধর্মীয় উৎসব। কেউ যেন এই সময় বিশৃঙ্খলা সৃষ্টি না করে, রাস্তাঘাট বন্ধ না করে এবং পূজা যেন নির্বিঘ্নে অনুষ্ঠিত হয়, সেজন্য আমরা সর্বোচ্চ প্রস্তুত আছি।”

এদিকে খাগড়াছড়িতে আটকে পড়া পর্যটকদের বিষয়ে তিনি বলেন, “অধিকাংশ পর্যটককে নিরাপদে ফিরিয়ে আনা হয়েছে। বাকিদেরও দ্রুত উদ্ধার করা হবে।”