4:31 pm, Thursday, 9 October 2025

ঘুষের মামলায় চীনের সাবেক কৃষিমন্ত্রীর মৃত্যুদণ্ড

ঘুষের মামলায় চীনের সাবেক কৃষিমন্ত্রীর মৃত্যুদণ্ড। ছবি: সংগৃহীত

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ঘুষ গ্রহণের মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন চীনের সাবেক কৃষি ও গ্রামীণ বিষয়ক মন্ত্রী তাং রেনজিয়ান। দীর্ঘদিন ধরে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনের সময় প্রায় ৩৭ দশমিক ৬ মিলিয়ন মার্কিন ডলারের ঘুষ নেওয়ার অভিযোগে তাকে মৃত্যুদণ্ড দিয়েছে দেশটির আদালত।

গত রোববার (২৮ সেপ্টেম্বর) চীনের উত্তর-পূর্বাঞ্চলীয় জিলিন প্রদেশের চাংচুন ইন্টারমিডিয়েট পিপলস কোর্ট এই রায় ঘোষণা করে।

চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানায়, ২০০৭ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত তাং রেনজিয়ান বিভিন্ন সরকারি পদে দায়িত্ব পালন করেন। এই সময়ে তিনি ২৬৮ মিলিয়ন ইউয়ান ঘুষ হিসেবে গ্রহণ করেন, যার মধ্যে রয়েছে নগদ অর্থ, বিলাসবহুল সম্পত্তি ও অন্যান্য সুবিধা।

আদালত জানায়, তাং নিজ অপরাধ স্বীকার করেছেন এবং অনুশোচনা প্রকাশ করেছেন। যদিও তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, তবে সেটি দুই বছরের জন্য স্থগিত রাখা হয়েছে। চীনের আইন অনুযায়ী, এই সময়ে যদি তার আচরণ ভালো থাকে, তাহলে সাজা যাবজ্জীবন কারাদণ্ডে পরিবর্তিত হতে পারে।

২০২৩ সালের নভেম্বরে চীনের দুর্নীতি দমন কমিশনের তদন্তে তাং-এর দুর্নীতির বিষয়টি প্রকাশ্যে আসে। এরপর তাকে সরকারি পদ থেকে অপসারণ ও কমিউনিস্ট পার্টি থেকেও বহিষ্কার করা হয়।

তাং-এর বিরুদ্ধে নেওয়া এই ব্যবস্থা চীনের সাম্প্রতিক দুর্নীতি বিরোধী অভিযানগুলোর একটি অংশ। এর আগে দেশটির প্রতিরক্ষামন্ত্রী লি শাংফু ও তার পূর্বসূরি ওয়েই ফেংহের বিরুদ্ধেও অনুরূপ তদন্ত হয়েছিল।

চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ২০২০ সালে দুর্নীতির বিরুদ্ধে শুদ্ধিকরণ অভিযান শুরু করেন। তিনি জানান, দুর্নীতি এখনো কমিউনিস্ট পার্টির সবচেয়ে বড় হুমকি এবং এই ঝুঁকি দিন দিন বাড়ছে।

উল্লেখ্য, কৃষিমন্ত্রী হওয়ার আগে তাং গানসু প্রদেশের গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেন ২০১৭ থেকে ২০২০ সাল পর্যন্ত।

Write Your Comment

About Author Information

Bangladesh Diplomat

Popular Post

ঘুষের মামলায় চীনের সাবেক কৃষিমন্ত্রীর মৃত্যুদণ্ড

Update Time : 01:11:45 pm, Monday, 29 September 2025

ঘুষ গ্রহণের মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন চীনের সাবেক কৃষি ও গ্রামীণ বিষয়ক মন্ত্রী তাং রেনজিয়ান। দীর্ঘদিন ধরে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনের সময় প্রায় ৩৭ দশমিক ৬ মিলিয়ন মার্কিন ডলারের ঘুষ নেওয়ার অভিযোগে তাকে মৃত্যুদণ্ড দিয়েছে দেশটির আদালত।

গত রোববার (২৮ সেপ্টেম্বর) চীনের উত্তর-পূর্বাঞ্চলীয় জিলিন প্রদেশের চাংচুন ইন্টারমিডিয়েট পিপলস কোর্ট এই রায় ঘোষণা করে।

চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানায়, ২০০৭ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত তাং রেনজিয়ান বিভিন্ন সরকারি পদে দায়িত্ব পালন করেন। এই সময়ে তিনি ২৬৮ মিলিয়ন ইউয়ান ঘুষ হিসেবে গ্রহণ করেন, যার মধ্যে রয়েছে নগদ অর্থ, বিলাসবহুল সম্পত্তি ও অন্যান্য সুবিধা।

আদালত জানায়, তাং নিজ অপরাধ স্বীকার করেছেন এবং অনুশোচনা প্রকাশ করেছেন। যদিও তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, তবে সেটি দুই বছরের জন্য স্থগিত রাখা হয়েছে। চীনের আইন অনুযায়ী, এই সময়ে যদি তার আচরণ ভালো থাকে, তাহলে সাজা যাবজ্জীবন কারাদণ্ডে পরিবর্তিত হতে পারে।

২০২৩ সালের নভেম্বরে চীনের দুর্নীতি দমন কমিশনের তদন্তে তাং-এর দুর্নীতির বিষয়টি প্রকাশ্যে আসে। এরপর তাকে সরকারি পদ থেকে অপসারণ ও কমিউনিস্ট পার্টি থেকেও বহিষ্কার করা হয়।

তাং-এর বিরুদ্ধে নেওয়া এই ব্যবস্থা চীনের সাম্প্রতিক দুর্নীতি বিরোধী অভিযানগুলোর একটি অংশ। এর আগে দেশটির প্রতিরক্ষামন্ত্রী লি শাংফু ও তার পূর্বসূরি ওয়েই ফেংহের বিরুদ্ধেও অনুরূপ তদন্ত হয়েছিল।

চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ২০২০ সালে দুর্নীতির বিরুদ্ধে শুদ্ধিকরণ অভিযান শুরু করেন। তিনি জানান, দুর্নীতি এখনো কমিউনিস্ট পার্টির সবচেয়ে বড় হুমকি এবং এই ঝুঁকি দিন দিন বাড়ছে।

উল্লেখ্য, কৃষিমন্ত্রী হওয়ার আগে তাং গানসু প্রদেশের গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেন ২০১৭ থেকে ২০২০ সাল পর্যন্ত।