শেষ ওভারে টানটান উত্তেজনা, মাঠজুড়ে রুদ্ধশ্বাস উত্তাপ—সবকিছুকে ছাপিয়ে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে নবমবারের মতো এশিয়া কাপের শিরোপা নিজেদের করে নিল ভারত।
রোববার (২৯ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত ১৭তম এশিয়া কাপের ফাইনালে প্রথমবার মুখোমুখি হয় ভারত ও পাকিস্তান। তবে প্রথমবারেই ট্রফি ছুঁয়ে দেখা হলো না সালমান আলি আগার দলের। টস হেরে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা করেও ১৪৬ রানে গুটিয়ে যায় পাকিস্তান। জবাবে ২ বল হাতে রেখেই ম্যাচ জিতে নেয় রোহিত শর্মার দল।
পাকিস্তানের হয়ে শাহিবজাদা ফারহান (৫৭) ও ফখর জামান (৪৬) উদ্বোধনী জুটিতে ৮৪ রান তুলে চাপে ফেলে দিয়েছিলেন ভারতকে। কিন্তু এক পর্যায়ে ব্যাটিং ধস নামে পাকিস্তানের। শেষ ২০ রানে তারা হারায় ৭ উইকেট।
ভারতের হয়ে কুলদীপ যাদব ৪টি, বুমরাহ, বরুণ চক্রবর্তী ও অক্ষর প্যাটেল ২টি করে উইকেট শিকার করেন।
জবাবে ব্যাট করতে নেমে ভারতও ব্যাটিং বিপর্যয়ে পড়ে। অভিষেক শর্মা, সূর্যকুমার যাদব ও শুভমান গিলের উইকেট হারিয়ে একপর্যায়ে ২০ রানে ৩ উইকেট হারিয়ে বিপদে পড়ে তারা।
তবে পরিস্থিতি সামাল দেন তিলক ভার্মা ও সঞ্জু স্যামসন। যদিও স্যামসন ২৪ রান করে আউট হন, তবে তিলক ৫৩ বলে ৬৯ রানের দারুণ ইনিংস খেলেন। শেষ ওভারে ভারতের প্রয়োজন ছিল ১০ রান, যা তিলক চার ও ছক্কায় মাত্র ৪ বলেই তুলে নেন।
শিভাম দুবে ২২ বলে ৩৩ রান করে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। পাকিস্তানের হয়ে ফাহিম আশরাফ ৩টি, শাহিন আফ্রিদি ও হারিস রউফ ১টি করে উইকেট নেন।
এই জয়ে পাকিস্তানের বিপক্ষে টানা নবম জয় তুলে নিল ভারত। সবশেষ পাকিস্তান ভারতের বিরুদ্ধে জয় পেয়েছিল ২০২২ সালের সেপ্টেম্বরে।