2:29 pm, Thursday, 9 October 2025

‘জাতীয় পার্টিকে প্রধান বিরোধী দল হিসেবে দেখতে চায় ভারত’

‘জাতীয় পার্টিকে প্রধান বিরোধী দল হিসেবে দেখতে চায় ভারত’। ছবি: সংগৃহীত

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

জাতীয় পার্টিকে দেশে প্রধান বিরোধী দল হিসেবে প্রতিষ্ঠিত করতে ভারত কাজ করছে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি ফারুক হাসান। তিনি বলেন, এর মূল উদ্দেশ্য হলো আওয়ামী লীগকে ঘুরে দাঁড়ানোর সুযোগ করে দেওয়া।

রোববার (২৮ সেপ্টেম্বর) ঠাকুরগাঁওয়ে এক সংবাদ সম্মেলনে এসব মন্তব্য করেন তিনি।

ফারুক হাসান বলেন, “জাতীয় পার্টি যদি নির্বাচনে অংশ নেয়, তাহলে একশরও বেশি আসনে জয়ী হওয়ার সুযোগ রয়েছে তাদের সামনে। কারণ এর পেছনে রয়েছে সুপরিকল্পিত ষড়যন্ত্র। নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা সংস্থাগুলো এখনও পুরোপুরি আওয়ামী লীগের নিয়ন্ত্রণে।”

তিনি আরও দাবি করেন, “পুলিশের ৮০ শতাংশ এবং প্রশাসনের ৭০ শতাংশ এখনো সরাসরি আওয়ামী লীগের প্রতি অনুগত। এই পরিস্থিতিতে যদি জাতীয় পার্টি নির্বাচনে নামে, তাহলে ‘বিকল্প বিরোধী দল’ হিসেবে তাদের দাঁড় করানো হবে।”

নির্বাচন নিয়ে দলীয় অবস্থান তুলে ধরে ফারুক হাসান বলেন, “সরকার চাইলে ডিসেম্বরেই নির্বাচন দিতে পারে, আমাদের আপত্তি নেই। তবে শর্ত একটাই—নির্বাচন হতে হবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ। প্রশাসনকে পুনর্গঠন করতে হবে এবং প্রার্থীদের জন্য নিরাপদ প্রচার-পরিবেশ নিশ্চিত করতে হবে।”

তিনি আরও বলেন, নির্বাচনের জন্য অনুকূল পরিবেশ তৈরি হলে গণঅধিকার পরিষদ ভোটে অংশ নেবে। না হলে ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার কোনো বাস্তবতা তারা দেখছেন না।

সংবাদ সম্মেলনে গণঅধিকার পরিষদের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Write Your Comment

About Author Information

Bangladesh Diplomat

Popular Post

‘জাতীয় পার্টিকে প্রধান বিরোধী দল হিসেবে দেখতে চায় ভারত’

Update Time : 07:16:56 pm, Sunday, 28 September 2025

জাতীয় পার্টিকে দেশে প্রধান বিরোধী দল হিসেবে প্রতিষ্ঠিত করতে ভারত কাজ করছে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি ফারুক হাসান। তিনি বলেন, এর মূল উদ্দেশ্য হলো আওয়ামী লীগকে ঘুরে দাঁড়ানোর সুযোগ করে দেওয়া।

রোববার (২৮ সেপ্টেম্বর) ঠাকুরগাঁওয়ে এক সংবাদ সম্মেলনে এসব মন্তব্য করেন তিনি।

ফারুক হাসান বলেন, “জাতীয় পার্টি যদি নির্বাচনে অংশ নেয়, তাহলে একশরও বেশি আসনে জয়ী হওয়ার সুযোগ রয়েছে তাদের সামনে। কারণ এর পেছনে রয়েছে সুপরিকল্পিত ষড়যন্ত্র। নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা সংস্থাগুলো এখনও পুরোপুরি আওয়ামী লীগের নিয়ন্ত্রণে।”

তিনি আরও দাবি করেন, “পুলিশের ৮০ শতাংশ এবং প্রশাসনের ৭০ শতাংশ এখনো সরাসরি আওয়ামী লীগের প্রতি অনুগত। এই পরিস্থিতিতে যদি জাতীয় পার্টি নির্বাচনে নামে, তাহলে ‘বিকল্প বিরোধী দল’ হিসেবে তাদের দাঁড় করানো হবে।”

নির্বাচন নিয়ে দলীয় অবস্থান তুলে ধরে ফারুক হাসান বলেন, “সরকার চাইলে ডিসেম্বরেই নির্বাচন দিতে পারে, আমাদের আপত্তি নেই। তবে শর্ত একটাই—নির্বাচন হতে হবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ। প্রশাসনকে পুনর্গঠন করতে হবে এবং প্রার্থীদের জন্য নিরাপদ প্রচার-পরিবেশ নিশ্চিত করতে হবে।”

তিনি আরও বলেন, নির্বাচনের জন্য অনুকূল পরিবেশ তৈরি হলে গণঅধিকার পরিষদ ভোটে অংশ নেবে। না হলে ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার কোনো বাস্তবতা তারা দেখছেন না।

সংবাদ সম্মেলনে গণঅধিকার পরিষদের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।