4:30 pm, Thursday, 9 October 2025

ইমরানের মুক্তির দাবিতে উত্তাল পাকিস্তান

ইমরানের মুক্তির দাবিতে উত্তাল পাকিস্তান। ছবি: সংগৃহীত

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই নেতা ইমরান খানের মুক্তির দাবিতে উত্তাল হয়ে উঠেছে দেশটির পেশোয়ার নগরী। শনিবার (২৭ সেপ্টেম্বর) খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানীতে অনুষ্ঠিত এক বিশাল বিক্ষোভ সমাবেশে অংশ নেন হাজার হাজার কর্মী-সমর্থক।

সমাবেশে যোগ দেন ইমরান খানের বোন আলেমা খানও। বিক্ষোভে অংশগ্রহণকারীরা সরকারের বিরুদ্ধে স্লোগান দেন এবং ইমরান খানের বিরুদ্ধে দায়ের করা সব মামলা প্রত্যাহারের দাবি জানান।

২০১৮ সালে পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন সাবেক ক্রিকেট তারকা ইমরান খান। তবে সেনাবাহিনীর সঙ্গে দূরত্ব তৈরি হওয়ায় ২০২২ সালে পার্লামেন্টে অনাস্থা ভোটে হেরে ক্ষমতা হারান তিনি।

পরবর্তীতে ঘুষ ও দুর্নীতির অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয় এবং একাধিক মামলায় সাজাও দেওয়া হয়। বর্তমানে কারাবন্দি অবস্থায় থাকা ইমরান খানের বিরুদ্ধে রয়েছে প্রায় ১৫০টিরও বেশি মামলা।

সমর্থকরা দাবি করেছেন, রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে কারাবন্দি হয়েছেন ইমরান খান, এবং তার নেতৃত্ব ছাড়া পাকিস্তানের গণতন্ত্র রক্ষা সম্ভব নয়।

Write Your Comment

About Author Information

Bangladesh Diplomat

Popular Post

ইমরানের মুক্তির দাবিতে উত্তাল পাকিস্তান

Update Time : 06:25:24 pm, Sunday, 28 September 2025

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই নেতা ইমরান খানের মুক্তির দাবিতে উত্তাল হয়ে উঠেছে দেশটির পেশোয়ার নগরী। শনিবার (২৭ সেপ্টেম্বর) খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানীতে অনুষ্ঠিত এক বিশাল বিক্ষোভ সমাবেশে অংশ নেন হাজার হাজার কর্মী-সমর্থক।

সমাবেশে যোগ দেন ইমরান খানের বোন আলেমা খানও। বিক্ষোভে অংশগ্রহণকারীরা সরকারের বিরুদ্ধে স্লোগান দেন এবং ইমরান খানের বিরুদ্ধে দায়ের করা সব মামলা প্রত্যাহারের দাবি জানান।

২০১৮ সালে পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন সাবেক ক্রিকেট তারকা ইমরান খান। তবে সেনাবাহিনীর সঙ্গে দূরত্ব তৈরি হওয়ায় ২০২২ সালে পার্লামেন্টে অনাস্থা ভোটে হেরে ক্ষমতা হারান তিনি।

পরবর্তীতে ঘুষ ও দুর্নীতির অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয় এবং একাধিক মামলায় সাজাও দেওয়া হয়। বর্তমানে কারাবন্দি অবস্থায় থাকা ইমরান খানের বিরুদ্ধে রয়েছে প্রায় ১৫০টিরও বেশি মামলা।

সমর্থকরা দাবি করেছেন, রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে কারাবন্দি হয়েছেন ইমরান খান, এবং তার নেতৃত্ব ছাড়া পাকিস্তানের গণতন্ত্র রক্ষা সম্ভব নয়।