অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বক্তব্যে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ‘কণ্ঠ শোনার’ কথা বলেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি উল্লেখ করেন, ড. ইউনূসের বক্তব্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গণতান্ত্রিক ও দুর্নীতিমুক্ত দেশ গঠনের স্বপ্নের প্রতিধ্বনি।
শনিবার (২৭ সেপ্টেম্বর) নিউ ইয়র্কে ‘এনআরবি কানেক্ট ডে: এমপাওয়ারিং গ্লোবাল বাংলাদেশি’ অনুষ্ঠানে ড. ইউনূসের উপস্থিতিতে মির্জা ফখরুল এই মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, “ড. ইউনূস যখন কথা বলছিলেন, তখন আমার মনে হচ্ছিল, যেন আমি জিয়াউর রহমানের কথা শুনছি। গণতান্ত্রিক ও দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ গড়ার যে স্বপ্ন শহীদ প্রেসিডেন্ট জিয়া দেখেছিলেন, তা-ই যেন তার (ড. ইউনূসের) কণ্ঠে উঠে এসেছিল।”
দেশের রাজনীতি প্রসঙ্গে তিনি বলেন, “বাংলাদেশের মানুষ সবসময় লড়াই-সংগ্রামের মধ্যে বড় হয়েছে। কোনো সংকটে তারা এক হয়ে দাঁড়াতে জানে—জুলাই মাসের আন্দোলন তার বড় উদাহরণ।”
তরুণদের প্রতি আশাবাদ জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, “আমাদের নতুন প্রজন্ম অনেক আধুনিক চিন্তা করে। আমরা সেই চিন্তা ধারণ করি, এবং তাকে এগিয়ে নেওয়ার জন্য আমাদের সংগঠন গড়ে তুলতে হবে।”
জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশনে অংশ নিতে ড. ইউনূসের সফরসঙ্গী হিসেবে যুক্তরাষ্ট্রে রয়েছেন ছয়জন রাজনৈতিক নেতা। তাদের মধ্যে রয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপি নেতা হুমায়ুন কবির, জামায়াতের সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের ও মোহাম্মদ নকিবুর রহমান, এনসিপির আখতার হোসেন এবং ডা. তাসনিম জারা।