ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় জোর করে এক বৃদ্ধ ফকিরের চুল ও দাড়ি কেটে দেওয়ার ঘটনায় অবশেষে মামলা হয়েছে। এই আলোচিত ঘটনাটি ঘটেছিল প্রায় চার মাস আগে, তবে সম্প্রতি এর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে দেশজুড়ে শুরু হয় সমালোচনার ঝড়।
শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে তারাকান্দা থানায় মামলাটি দায়ের করেন ভুক্তভোগী হালিম উদ্দিন আকন্দের ছেলে মো. শহীদ আকন্দ। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ টিপু সুলতান।
ওসি জানান, মামলায় ‘হিউম্যান সার্ভিস বাংলাদেশ’ নামের একটি সংগঠনের কয়েকজন দায়িত্বশীল এবং স্থানীয় আরও কিছু সহযোগীকে আসামি করা হয়েছে। তবে তদন্তের স্বার্থে আসামিদের নাম তাৎক্ষণিকভাবে প্রকাশ করতে রাজি হননি তিনি।
উল্লেখ্য, কোরবানির ঈদের আগে উপজেলার কাশিগঞ্জ বাজার এলাকায় কিছু ব্যক্তি সত্তরোর্ধ্ব ফকির হালিম উদ্দিন আকন্দকে জোর করে ধরে তার চুল ও দাড়ি কেটে দেন। ঘটনার সময় তিনি নিজের শক্তি দিয়ে ছুটার চেষ্টা করেও পারেননি। অসহায়ের মতো বারবার বলছিলেন, “আল্লাহ, তুই দেহিস।”
ঘটনার পর থেকেই মানসিকভাবে ভেঙে পড়েন হালিম উদ্দিন। প্রতিবেশীরা জানান, এরপর থেকে তিনি প্রায় ‘ঘরবন্দি’ জীবনযাপন করছিলেন। তবে ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর বিষয়টি প্রশাসনের নজরে আসে এবং তদন্তে নামে পুলিশ।
শনিবার থানায় গিয়ে নিজের অভিযোগ জানালে ছেলেসহ তার পরিবারের অন্য সদস্যরাও উপস্থিত ছিলেন। পুলিশ জানিয়েছে, তারা ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত শুরু করেছে এবং দোষীদের চিহ্নিত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।