গাজায় চলমান সহিংসতা থামাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় পৌঁছানোর কথা জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান। বৃহস্পতিবার হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক শেষে এ সমঝোতায় পৌঁছান তারা।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) তুর্কি প্রেসিডেন্টের দপ্তর থেকে প্রকাশিত বৈঠকের প্রতিলিপিতে এ তথ্য জানানো হয়। এরদোগান বলেন, “গাজায় হত্যাযজ্ঞ বন্ধ এবং যুদ্ধবিরতির প্রয়োজনীয়তা নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। তিনি যুদ্ধ বন্ধের পক্ষে মত দিয়েছেন।”
তিনি আরও জানান, বৈঠকে গাজা ও পুরো ফিলিস্তিনে কীভাবে যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করা যায় এবং ভবিষ্যতে কীভাবে টেকসই শান্তি নিশ্চিত করা সম্ভব—সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে এবং এক ধরনের সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়েছে।
এরদোগান বলেন, “আমরা স্পষ্টভাবে বলেছি, দুই-রাষ্ট্রভিত্তিক সমাধান ছাড়া এই অঞ্চলে স্থায়ী শান্তি সম্ভব নয়। বর্তমান সংকট চলতে দেওয়া যায় না।”
বৈঠকে সিরিয়া ইস্যুও গুরুত্ব পেয়েছে। এরদোগান বলেন, “জাতিসংঘ সাধারণ পরিষদে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারার উপস্থিতি প্রমাণ করে যে নতুন সিরীয় সরকার আন্তর্জাতিকভাবে বৈধতা পাচ্ছে।”