9:51 pm, Friday, 26 September 2025

ট্রাম্প চান গাজায় ইসরায়েলের বর্বর যুদ্ধ বন্ধ হোক: সৌদি পররাষ্ট্রমন্ত্রী

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলের বর্বর যুদ্ধ বন্ধ করতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্কাই নিউজকে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সউদ এ তথ্য জানান।

গত বুধবার জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে আট মুসলিম দেশের নেতাদের সঙ্গে বৈঠক করেন ট্রাম্প। বৈঠকে তিনি গাজার যুদ্ধ বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছেন বলে জানিয়েছেন ফয়সাল বিন ফারহান।

ফয়সাল বিন ফারহান বলেন, আমাদের সঙ্গে তার বৈঠক বেশ ভালো হয়েছে। গাজার যুদ্ধ অনেক বেশি দূর গেছে। অনেক মানুষ মারা গেছেন এবং সাধারণ মানুষ প্রচুর দুর্ভোগ ভোগ করছেন। গাজায় এখন দুর্ভিক্ষ চলছে। প্রেসিডেন্ট ট্রাম্প এই যুদ্ধ বন্ধে প্রতিশ্রুতিবদ্ধ এবং জিম্মিদের মুক্তি ও গাজার মানুষের মধ্যে স্বস্তি আনতে চান। আমি আশাবাদী আমাদের আলোচনার ফলস্বরূপ যুদ্ধবিরতি সম্ভব হবে।

দুই সপ্তাহ আগে জাতিসংঘের একটি কমিশন জানিয়েছিল, তারা গাজায় গণহত্যার প্রমাণ পেয়েছে এবং দখলদার ইসরায়েলের বিরুদ্ধে সংশ্লিষ্ট তথ্য সংগ্রহ করেছে।

স্মরণযোগ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর গাজাভিত্তিক স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস ইসরায়েলের অবৈধ বসতিতে হামলা চালায়। এরপরই ইসরায়েল গাজায় বর্বর হামলা শুরু করে। এ হামলায় এখন পর্যন্ত ৬৫ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত এবং দেড় লাখের বেশি আহত হয়েছেন। সূত্র: স্কাই নিউজ

Tag :

Write Your Comment

About Author Information

Bangladesh Diplomat

যারা সমালোচনা করেন, গোপনে তারা ধন্যবাদ জানান: নেতানিয়াহু

ট্রাম্প চান গাজায় ইসরায়েলের বর্বর যুদ্ধ বন্ধ হোক: সৌদি পররাষ্ট্রমন্ত্রী

Update Time : 07:33:01 pm, Friday, 26 September 2025

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলের বর্বর যুদ্ধ বন্ধ করতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্কাই নিউজকে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সউদ এ তথ্য জানান।

গত বুধবার জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে আট মুসলিম দেশের নেতাদের সঙ্গে বৈঠক করেন ট্রাম্প। বৈঠকে তিনি গাজার যুদ্ধ বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছেন বলে জানিয়েছেন ফয়সাল বিন ফারহান।

ফয়সাল বিন ফারহান বলেন, আমাদের সঙ্গে তার বৈঠক বেশ ভালো হয়েছে। গাজার যুদ্ধ অনেক বেশি দূর গেছে। অনেক মানুষ মারা গেছেন এবং সাধারণ মানুষ প্রচুর দুর্ভোগ ভোগ করছেন। গাজায় এখন দুর্ভিক্ষ চলছে। প্রেসিডেন্ট ট্রাম্প এই যুদ্ধ বন্ধে প্রতিশ্রুতিবদ্ধ এবং জিম্মিদের মুক্তি ও গাজার মানুষের মধ্যে স্বস্তি আনতে চান। আমি আশাবাদী আমাদের আলোচনার ফলস্বরূপ যুদ্ধবিরতি সম্ভব হবে।

দুই সপ্তাহ আগে জাতিসংঘের একটি কমিশন জানিয়েছিল, তারা গাজায় গণহত্যার প্রমাণ পেয়েছে এবং দখলদার ইসরায়েলের বিরুদ্ধে সংশ্লিষ্ট তথ্য সংগ্রহ করেছে।

স্মরণযোগ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর গাজাভিত্তিক স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস ইসরায়েলের অবৈধ বসতিতে হামলা চালায়। এরপরই ইসরায়েল গাজায় বর্বর হামলা শুরু করে। এ হামলায় এখন পর্যন্ত ৬৫ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত এবং দেড় লাখের বেশি আহত হয়েছেন। সূত্র: স্কাই নিউজ