শারদীয় দুর্গোৎসব উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের প্রতি শুভেচ্ছা জানিয়ে এবং পূজা নির্বিঘ্নে পালনে নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ শুভেচ্ছা জানান। বিবৃতিতে তিনি বলেন, “আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং আমার পক্ষ থেকে দেশের হিন্দু সম্প্রদায়কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।”
তিনি বলেন, “বাংলাদেশ বিশ্বব্যাপী সাম্প্রদায়িক সম্প্রীতির রোল মডেল হিসেবে পরিচিত ও প্রশংসিত। এই দেশে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ সব ধর্মের মানুষ যুগ যুগ ধরে নিজ নিজ ধর্ম পালন করে আসছে সম্পূর্ণ স্বাধীন ও শান্তিপূর্ণ পরিবেশে। এমন সহাবস্থানের দৃষ্টান্ত বিশ্ব ইতিহাসেও বিরল।”
বিবৃতিতে জামায়াত আমির দাবি করেন, “বাংলাদেশের এই সম্প্রীতির পরিবেশ আন্তর্জাতিক পরিমণ্ডলেও স্বীকৃত। অস্ট্রেলিয়ার সাবেক হাইকমিশনার ও ইউরোপীয় ইউনিয়নের ডেলিগেশন প্রধান বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ভূয়সী প্রশংসা করেছেন।”
তিনি আরও বলেন, “শারদীয় দুর্গোৎসব জাতীয় জীবনে সহনশীলতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করুক—এই প্রত্যাশা করি। আমি হিন্দু সম্প্রদায়সহ দেশের সব জাতিগোষ্ঠীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করছি।”
জামায়াত আমির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি যথাযথ নিরাপত্তা নিশ্চিত করার অনুরোধ জানান, যাতে হিন্দু সম্প্রদায় নির্বিঘ্নে দুর্গাপূজা পালন করতে পারে। একইসঙ্গে তিনি জামায়াতে ইসলামী কর্মী ও সাধারণ জনগণের প্রতি পূজায় সার্বিক সহযোগিতার আহ্বান জানান।