9:56 pm, Friday, 26 September 2025

ট্রাম্পকে ‘শান্তির মানুষ’ বলে প্রসংশায় ভাসালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

ট্রাম্পকে ‘শান্তির মানুষ’ বলে প্রসংশায় ভাসালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। ছবি: সংগৃহীত

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর তাকে প্রশংসায় ভাসালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। স্থানীয় সময় বৃহস্পতিবার ওভাল অফিসে এ বৈঠক হয় বলে জিও নিউজ জানিয়েছে।

প্রতিবেদন বলছে, পাকিস্তানের প্রধানমন্ত্রী ডোনাল্ড ট্রাম্পের গভীর প্রশংসা করেছেন। তাকে বিশ্বজুড়ে সংঘাতের অবসান ঘটাতে আন্তরিক প্রচেষ্টায় নিয়োজিত একজন ‘শান্তির মানুষ’ হিসেবে বর্ণনা করেছেন তিনি।

পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ওভাল অফিসে ট্রাম্পের সঙ্গে বৈঠকে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, মার্কিন নেতার সাহসী পদক্ষেপ পাকিস্তান ও ভারতের মধ্যে যুদ্ধবিরতি সহজতর করতে সাহায্য করেছে, যার ফলে দক্ষিণ এশিয়ায় একটি সম্ভাব্য বড় বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে।

মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে আলোচনা করার সময় শাহবাজ গাজায় যুদ্ধের তাৎক্ষণিক অবসান ঘটাতে ট্রাম্পের প্রচেষ্টার প্রশংসা করেন। এই সপ্তাহের শুরুতে নিউইয়র্কে মুসলিম বিশ্বের গুরুত্বপূর্ণ নেতাদের মধ্যপ্রাচ্যে, বিশেষ করে গাজা এবং পশ্চিম তীরে শান্তি পুনরুদ্ধারের জন্য মতবিনিময়ের আমন্ত্রণ জানানোয় তার প্রশংসা করেন।

দুই দেশের মধ্যে দীর্ঘস্থায়ী অংশীদারত্বের কথা স্মরণ করে পাকিস্তানের প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বে উভয় দেশের পারস্পরিক সুবিধার জন্য পাকিস্তান-মার্কিন অংশীদারত্ব আরও জোরদার হবে।

প্রধানমন্ত্রী মার্কিন কোম্পানিগুলোকে পাকিস্তানের কৃষি, তথ্যপ্রযুক্তি, খনি ও খনিজ পদার্থ এবং জ্বালানি খাতে বিনিয়োগের জন্য আমন্ত্রণ জানান।

Write Your Comment

About Author Information

Bangladesh Diplomat

যারা সমালোচনা করেন, গোপনে তারা ধন্যবাদ জানান: নেতানিয়াহু

ট্রাম্পকে ‘শান্তির মানুষ’ বলে প্রসংশায় ভাসালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

Update Time : 05:08:26 pm, Friday, 26 September 2025

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর তাকে প্রশংসায় ভাসালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। স্থানীয় সময় বৃহস্পতিবার ওভাল অফিসে এ বৈঠক হয় বলে জিও নিউজ জানিয়েছে।

প্রতিবেদন বলছে, পাকিস্তানের প্রধানমন্ত্রী ডোনাল্ড ট্রাম্পের গভীর প্রশংসা করেছেন। তাকে বিশ্বজুড়ে সংঘাতের অবসান ঘটাতে আন্তরিক প্রচেষ্টায় নিয়োজিত একজন ‘শান্তির মানুষ’ হিসেবে বর্ণনা করেছেন তিনি।

পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ওভাল অফিসে ট্রাম্পের সঙ্গে বৈঠকে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, মার্কিন নেতার সাহসী পদক্ষেপ পাকিস্তান ও ভারতের মধ্যে যুদ্ধবিরতি সহজতর করতে সাহায্য করেছে, যার ফলে দক্ষিণ এশিয়ায় একটি সম্ভাব্য বড় বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে।

মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে আলোচনা করার সময় শাহবাজ গাজায় যুদ্ধের তাৎক্ষণিক অবসান ঘটাতে ট্রাম্পের প্রচেষ্টার প্রশংসা করেন। এই সপ্তাহের শুরুতে নিউইয়র্কে মুসলিম বিশ্বের গুরুত্বপূর্ণ নেতাদের মধ্যপ্রাচ্যে, বিশেষ করে গাজা এবং পশ্চিম তীরে শান্তি পুনরুদ্ধারের জন্য মতবিনিময়ের আমন্ত্রণ জানানোয় তার প্রশংসা করেন।

দুই দেশের মধ্যে দীর্ঘস্থায়ী অংশীদারত্বের কথা স্মরণ করে পাকিস্তানের প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বে উভয় দেশের পারস্পরিক সুবিধার জন্য পাকিস্তান-মার্কিন অংশীদারত্ব আরও জোরদার হবে।

প্রধানমন্ত্রী মার্কিন কোম্পানিগুলোকে পাকিস্তানের কৃষি, তথ্যপ্রযুক্তি, খনি ও খনিজ পদার্থ এবং জ্বালানি খাতে বিনিয়োগের জন্য আমন্ত্রণ জানান।