9:57 pm, Friday, 26 September 2025

নিখোঁজ বৈষম্যবিরোধী নেতা মামুন পূর্বাচল থেকে উদ্ধার

নিখোঁজ বৈষম্যবিরোধী নেতা মামুন পূর্বাচল থেকে উদ্ধার। ছবি: সংগৃহীত

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

নিখোঁজ থাকার পাঁচ দিন পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম আহ্বায়ক এবং জুলাই আন্দোলনের সক্রিয় কর্মী মাওলানা মামুনুর রশীদকে উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুর ২টার দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচলের নীলা মার্কেট সংলগ্ন ভোলানাথপুর কেন্দ্রীয় জামে মসজিদের পাশ থেকে তাকে উদ্ধার করা হয়।

তুরাগ থানার উপ-পরিদর্শক (এসআই) সাদিকুর রহমান জানান, “গোপন সংবাদের ভিত্তিতে আমরা পূর্বাচলের নীলা মার্কেট এলাকার একটি মসজিদের পাশ থেকে মাওলানা মামুনকে অসুস্থ অবস্থায় উদ্ধার করি। পরে দ্রুত তাকে চিকিৎসার জন্য কুয়েত মৈত্রী হাসপাতালে ভর্তি করা হয়। তার পরিবারের সদস্যদের বিষয়টি জানানো হয়েছে।”

এর আগে গত ২১ সেপ্টেম্বর সকালে বাসা থেকে বের হওয়ার পর থেকেই নিখোঁজ ছিলেন মামুন। তিনি উত্তরার কামারপাড়ায় অবস্থিত খাদিমুল কোরআন মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠাতা। তার খোঁজ না মেলায় উত্তরা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয় এবং বিষয়টি র‍্যাব, পিবিআই, কাউন্টার টেররিজম ইউনিট ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়েও জানানো হয়।

মামুনের সন্ধান দাবিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব সংগঠন ‘জাতীয় যুবশক্তি’ বুধবার রাতে সংবাদ সম্মেলন করে উদ্বেগ প্রকাশ করে এবং ২৪ ঘণ্টার আলটিমেটাম দেয়।

এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ তার ফেসবুক পেজে লিখেন, “রাষ্ট্র তার নাগরিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। মামুনের নিখোঁজের ঘটনায় সরকারের দায়িত্বহীনতা ও আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা প্রকাশ পেয়েছে।” একই সঙ্গে তিনি গণমাধ্যমের নীরব ভূমিকাকেও দায়ী করেন এবং আশঙ্কা প্রকাশ করেন—এটি রাজনীতিতে পুরনো ভয়ভীতির সংস্কৃতির পুনরাবৃত্তি ঘটাতে পারে।

অন্যদিকে, মামুনের সন্ধান দাবিতে আজ শুক্রবার রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে মানববন্ধন করেন তার পরিবার। কান্নাজড়িত কণ্ঠে তার স্ত্রী খাদিজা বলেন, “আমার স্বামী পাঁচ দিন ধরে নিখোঁজ। আমাদের মাদ্রাসা বন্ধ হওয়ার উপক্রম। সন্তানদের কীভাবে বুঝাবো বাবাকে কোথায় খুঁজতে হবে?”

তিনি প্রশাসনের প্রতি স্বামীর নিরাপদ প্রত্যাবর্তনের আহ্বান জানান। মানববন্ধনে মামুনের মা-বাবাও উপস্থিত ছিলেন এবং সন্তানের জীবিত ফেরার আকুতি জানান।

Write Your Comment

About Author Information

Bangladesh Diplomat

যারা সমালোচনা করেন, গোপনে তারা ধন্যবাদ জানান: নেতানিয়াহু

নিখোঁজ বৈষম্যবিরোধী নেতা মামুন পূর্বাচল থেকে উদ্ধার

Update Time : 04:53:52 pm, Friday, 26 September 2025

নিখোঁজ থাকার পাঁচ দিন পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম আহ্বায়ক এবং জুলাই আন্দোলনের সক্রিয় কর্মী মাওলানা মামুনুর রশীদকে উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুর ২টার দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচলের নীলা মার্কেট সংলগ্ন ভোলানাথপুর কেন্দ্রীয় জামে মসজিদের পাশ থেকে তাকে উদ্ধার করা হয়।

তুরাগ থানার উপ-পরিদর্শক (এসআই) সাদিকুর রহমান জানান, “গোপন সংবাদের ভিত্তিতে আমরা পূর্বাচলের নীলা মার্কেট এলাকার একটি মসজিদের পাশ থেকে মাওলানা মামুনকে অসুস্থ অবস্থায় উদ্ধার করি। পরে দ্রুত তাকে চিকিৎসার জন্য কুয়েত মৈত্রী হাসপাতালে ভর্তি করা হয়। তার পরিবারের সদস্যদের বিষয়টি জানানো হয়েছে।”

এর আগে গত ২১ সেপ্টেম্বর সকালে বাসা থেকে বের হওয়ার পর থেকেই নিখোঁজ ছিলেন মামুন। তিনি উত্তরার কামারপাড়ায় অবস্থিত খাদিমুল কোরআন মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠাতা। তার খোঁজ না মেলায় উত্তরা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয় এবং বিষয়টি র‍্যাব, পিবিআই, কাউন্টার টেররিজম ইউনিট ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়েও জানানো হয়।

মামুনের সন্ধান দাবিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব সংগঠন ‘জাতীয় যুবশক্তি’ বুধবার রাতে সংবাদ সম্মেলন করে উদ্বেগ প্রকাশ করে এবং ২৪ ঘণ্টার আলটিমেটাম দেয়।

এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ তার ফেসবুক পেজে লিখেন, “রাষ্ট্র তার নাগরিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। মামুনের নিখোঁজের ঘটনায় সরকারের দায়িত্বহীনতা ও আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা প্রকাশ পেয়েছে।” একই সঙ্গে তিনি গণমাধ্যমের নীরব ভূমিকাকেও দায়ী করেন এবং আশঙ্কা প্রকাশ করেন—এটি রাজনীতিতে পুরনো ভয়ভীতির সংস্কৃতির পুনরাবৃত্তি ঘটাতে পারে।

অন্যদিকে, মামুনের সন্ধান দাবিতে আজ শুক্রবার রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে মানববন্ধন করেন তার পরিবার। কান্নাজড়িত কণ্ঠে তার স্ত্রী খাদিজা বলেন, “আমার স্বামী পাঁচ দিন ধরে নিখোঁজ। আমাদের মাদ্রাসা বন্ধ হওয়ার উপক্রম। সন্তানদের কীভাবে বুঝাবো বাবাকে কোথায় খুঁজতে হবে?”

তিনি প্রশাসনের প্রতি স্বামীর নিরাপদ প্রত্যাবর্তনের আহ্বান জানান। মানববন্ধনে মামুনের মা-বাবাও উপস্থিত ছিলেন এবং সন্তানের জীবিত ফেরার আকুতি জানান।