11:12 pm, Monday, 20 October 2025

‘সেবক হিসেবে কাজ করবে জামায়াত’

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

অভ্যুত্থানের এক বছর পেরিয়ে গেলেও দেশকে নিয়ে আওয়ামী লীগের ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। সেই ষড়যন্ত্র মোকাবিলা করে দেশকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। পাশাপাশি, দেশ শাসনের সুযোগ পেলে শাসক নয়, সেবক হিসেবে জনগণের পাশে থাকার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন চাইনিজ পিপলস ইনস্টিটিউট ফর ফরেন অ্যাফেয়ার্সের ভাইস প্রেসিডেন্ট মি. ঝো পিংজিয়ানসহ উচ্চ পর্যায়ের এক প্রতিনিধি দল।

সাক্ষাৎ শেষে ব্রিফিংয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, বাংলাদেশ-চীন ঘনিষ্ঠ ও প্রতিবেশী সুলভ সম্পর্ক গড়ে তুলতে চাই। আলোচনায় বিগত সরকারের জুলুম নির্যাতনের চিত্র তুলে ধরেছেন জামায়াত আমির। অভ্যুত্থানের এক বছর পেরিয়ে গেলেও আওয়ামী লীগের ষড়যন্ত্র অব্যাহত আছে। সেই ষড়যন্ত্র মোকাবিলা করে দেশকে এগিয়ে নিতে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।

তিনি আরও জানান, গ্লোবাল নিরাপত্তা নিশ্চিতে চীন যেসব কাজ করছে, সেসব নিয়েও আলোচনা হয়। পাশাপাশি নির্বাচন প্রসঙ্গ উঠে আসে। মিয়া গোলাম পরওয়ার বলেন, আমরা চীনা প্রতিনিধিদের জানিয়েছি, জামায়াত একটি নির্বাচনমুখী দল। নির্বাচনে অংশ নিতে আমাদের পূর্ণ প্রস্তুতি রয়েছে।

অপরদিকে ঝো পিংজিয়ান বলেন, চীন-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্ক দীর্ঘ সময়ের। দুই দেশের মানুষের মধ্যে সম্পর্ক আরও এগিয়ে নিতে কাজ অব্যাহত আছে। বাংলাদেশের সব পর্যায়ের মানুষের সাথে সম্পর্ক আরও জোরদার ও গভীর হবে।

Tag :

Write Your Comment

About Author Information

Bangladesh Diplomat

Popular Post

‘সেবক হিসেবে কাজ করবে জামায়াত’

Update Time : 06:21:06 pm, Thursday, 25 September 2025

অভ্যুত্থানের এক বছর পেরিয়ে গেলেও দেশকে নিয়ে আওয়ামী লীগের ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। সেই ষড়যন্ত্র মোকাবিলা করে দেশকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। পাশাপাশি, দেশ শাসনের সুযোগ পেলে শাসক নয়, সেবক হিসেবে জনগণের পাশে থাকার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন চাইনিজ পিপলস ইনস্টিটিউট ফর ফরেন অ্যাফেয়ার্সের ভাইস প্রেসিডেন্ট মি. ঝো পিংজিয়ানসহ উচ্চ পর্যায়ের এক প্রতিনিধি দল।

সাক্ষাৎ শেষে ব্রিফিংয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, বাংলাদেশ-চীন ঘনিষ্ঠ ও প্রতিবেশী সুলভ সম্পর্ক গড়ে তুলতে চাই। আলোচনায় বিগত সরকারের জুলুম নির্যাতনের চিত্র তুলে ধরেছেন জামায়াত আমির। অভ্যুত্থানের এক বছর পেরিয়ে গেলেও আওয়ামী লীগের ষড়যন্ত্র অব্যাহত আছে। সেই ষড়যন্ত্র মোকাবিলা করে দেশকে এগিয়ে নিতে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।

তিনি আরও জানান, গ্লোবাল নিরাপত্তা নিশ্চিতে চীন যেসব কাজ করছে, সেসব নিয়েও আলোচনা হয়। পাশাপাশি নির্বাচন প্রসঙ্গ উঠে আসে। মিয়া গোলাম পরওয়ার বলেন, আমরা চীনা প্রতিনিধিদের জানিয়েছি, জামায়াত একটি নির্বাচনমুখী দল। নির্বাচনে অংশ নিতে আমাদের পূর্ণ প্রস্তুতি রয়েছে।

অপরদিকে ঝো পিংজিয়ান বলেন, চীন-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্ক দীর্ঘ সময়ের। দুই দেশের মানুষের মধ্যে সম্পর্ক আরও এগিয়ে নিতে কাজ অব্যাহত আছে। বাংলাদেশের সব পর্যায়ের মানুষের সাথে সম্পর্ক আরও জোরদার ও গভীর হবে।