10:39 am, Thursday, 9 October 2025

সৌদির গ্র্যান্ড মুফতি শেখ আব্দুল আজিজ মারা গেছেন

সৌদির গ্র্যান্ড মুফতি শেখ আব্দুল আজিজ মারা গেছেন। ছবি: সংগৃহীত

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

সৌদি আরবের গ্র্যান্ড মুফতি ও সিনিয়র স্কলারস কাউন্সিলের প্রধান শেখ আবদুল আজিজ আল-শেখ আর নেই। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে রিয়াদে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই বরেণ্য আলেম। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। সৌদি রাজ দরবার এক বিবৃতির মাধ্যমে এ খবর নিশ্চিত করেছে।

ধর্মীয় শিক্ষায় অনন্য অবদান রাখা শেখ আবদুল আজিজ ১৯৮২ সালে পবিত্র হজের দিন আরাফা প্রাঙ্গণের ঐতিহাসিক নামিরাহ মসজিদে ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পান। এরপর টানা ৩৪ বছর, অর্থাৎ ২০১৪ সাল পর্যন্ত, আরাফার ময়দানে হজের খুতবা পাঠ করে মুসলিম বিশ্বের ধর্মীয় নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

সৌদি রাজ দরবার জানিয়েছে, “শেখ আবদুল আজিজ আল-শেখের মৃত্যুতে শুধু সৌদি আরব নয়, গোটা মুসলিম বিশ্ব এক খাঁটি ইসলামিক চিন্তাবিদ ও আলেমকে হারাল। তিনি ইসলামের প্রসার ও মুসলমানদের কল্যাণে জীবনের প্রতিটি মুহূর্ত উৎসর্গ করেছিলেন।”

স্থানীয় সময় মঙ্গলবার আসরের নামাজের পর রিয়াদের ইমাম তুর্কি বিন আব্দুল্লাহ মসজিদে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। একইসঙ্গে, সৌদি বাদশাহ সালমানের নির্দেশে মক্কার মসজিদুল হারাম, মদিনার মসজিদে নববীসহ দেশজুড়ে সব মসজিদে গায়েবানা জানাজার আয়োজন করার কথা জানানো হয়েছে।

শেখ আবদুল আজিজ আল-শেখের মৃত্যুতে সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ ও যুবরাজ মোহাম্মদ বিন সালমান গভীর শোক প্রকাশ করেছেন।

Write Your Comment

About Author Information

Bangladesh Diplomat

Popular Post

সৌদির গ্র্যান্ড মুফতি শেখ আব্দুল আজিজ মারা গেছেন

Update Time : 06:43:12 pm, Wednesday, 24 September 2025

সৌদি আরবের গ্র্যান্ড মুফতি ও সিনিয়র স্কলারস কাউন্সিলের প্রধান শেখ আবদুল আজিজ আল-শেখ আর নেই। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে রিয়াদে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই বরেণ্য আলেম। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। সৌদি রাজ দরবার এক বিবৃতির মাধ্যমে এ খবর নিশ্চিত করেছে।

ধর্মীয় শিক্ষায় অনন্য অবদান রাখা শেখ আবদুল আজিজ ১৯৮২ সালে পবিত্র হজের দিন আরাফা প্রাঙ্গণের ঐতিহাসিক নামিরাহ মসজিদে ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পান। এরপর টানা ৩৪ বছর, অর্থাৎ ২০১৪ সাল পর্যন্ত, আরাফার ময়দানে হজের খুতবা পাঠ করে মুসলিম বিশ্বের ধর্মীয় নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

সৌদি রাজ দরবার জানিয়েছে, “শেখ আবদুল আজিজ আল-শেখের মৃত্যুতে শুধু সৌদি আরব নয়, গোটা মুসলিম বিশ্ব এক খাঁটি ইসলামিক চিন্তাবিদ ও আলেমকে হারাল। তিনি ইসলামের প্রসার ও মুসলমানদের কল্যাণে জীবনের প্রতিটি মুহূর্ত উৎসর্গ করেছিলেন।”

স্থানীয় সময় মঙ্গলবার আসরের নামাজের পর রিয়াদের ইমাম তুর্কি বিন আব্দুল্লাহ মসজিদে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। একইসঙ্গে, সৌদি বাদশাহ সালমানের নির্দেশে মক্কার মসজিদুল হারাম, মদিনার মসজিদে নববীসহ দেশজুড়ে সব মসজিদে গায়েবানা জানাজার আয়োজন করার কথা জানানো হয়েছে।

শেখ আবদুল আজিজ আল-শেখের মৃত্যুতে সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ ও যুবরাজ মোহাম্মদ বিন সালমান গভীর শোক প্রকাশ করেছেন।