ডিজিটাল মাধ্যমে সম্মানহানির অভিযোগে দায়ের করা মামলায় টিকটকার জান্নাতুল ফেরদৌস টুকটুকির তিন দিনের রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান এই আদেশ দেন।
মামলাটি দায়ের করেন দৈনিক খবরের আলো পত্রিকার নির্বাহী সম্পাদক আজিজুর রহমান টুটুল। তিনি অভিযোগ করেন, সামাজিক যোগাযোগমাধ্যমে “খবর মোহাম্মদপুর” নামের একটি পেজে তার ছবি ব্যবহার করে কুরুচিপূর্ণ ও ভিত্তিহীন তথ্য ছড়ানো হচ্ছিল। এছাড়া ওই পেজের পক্ষ থেকে তার কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। চাঁদা না দিলে আরও অশ্লীল ভিডিও তৈরি করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।
এ ঘটনার পর তিনি রমনা মডেল থানায় মামলা দায়ের করেন।
মামলার ভিত্তিতে গত ২৮ আগস্ট মাগুরার মোহাম্মদপুর থানার ৬নং ওয়ার্ড এলাকা থেকে টিকটকার টুকটুকি ও তার সহযোগী শিমুল মিয়াকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা, ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম দক্ষিণ বিভাগের এসআই মোহসীন সরকার আসামির তিন দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।
শুনানিতে রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামছুদ্দোহা সুমন রিমান্ড মঞ্জুরের পক্ষে বক্তব্য দেন। অন্যদিকে, আসামিপক্ষে আইনজীবী মোহাম্মদ আশিক আল মামুন রিমান্ড বাতিল ও জামিনের আবেদন জানান।
উভয় পক্ষের শুনানি শেষে আদালত রিমান্ড ও জামিন উভয় আবেদনই নামঞ্জুর করে টুকটুকিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।