1:42 pm, Tuesday, 23 September 2025

আখতারের ওপর ডিম নিক্ষেপকারী আওয়ামী লীগ কর্মী আটক

আখতারের ওপর ডিম নিক্ষেপকারী আওয়ামী লীগ কর্মী আটক। ছবি: সংগৃহীত

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপের ঘটনায় আওয়ামী লীগের যুক্তরাষ্ট্র শাখার এক কর্মীকে আটক করেছে নিউইয়র্ক পুলিশ। আটক যুবকের নাম মিজানুর রহমান, যিনি সিলেটের বাসিন্দা বলে জানা গেছে।

সোমবার (২২ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাতে নিউইয়র্কের জ্যাকসন হাইটসের নবান্ন রেস্টুরেন্টের সামনে থেকে তাকে আটক করা হয়। এ সময় তাকে হাতকড়া পরিয়ে পুলিশ হেফাজতে নেওয়া হয়।

এর আগে, একই দিন দুপুরে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এবং তার সফরসঙ্গীরা। বিমানবন্দর থেকে বের হওয়ার সময় আখতার হোসেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারাকে ঘিরে স্লোগান দিতে থাকেন আওয়ামী লীগ ও যুবলীগের প্রবাসী কর্মীরা।

এই সময় হট্টগোলের মধ্যে আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়। তাসনিম জারাকে উদ্দেশ্য করে অশালীন ভাষায় গালিগালাজও করা হয় বলে অভিযোগ উঠেছে।

ঘটনার একপর্যায়ে আখতার হোসেন প্রতিক্রিয়ায় ‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগান দেন এবং পরে নিরাপত্তার সহায়তায় গাড়িযোগে বিমানবন্দর এলাকা ত্যাগ করেন।

প্রসঙ্গত, এনসিপি ও বিএনপির নেতাদের ওপর প্রবাসে আওয়ামী লীগের নেতাকর্মীদের এমন আচরণ নিয়ে রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

Write Your Comment

About Author Information

Bangladesh Diplomat

আখতারের ওপর ডিম নিক্ষেপকারী আওয়ামী লীগ কর্মী আটক

Update Time : 11:40:35 am, Tuesday, 23 September 2025

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপের ঘটনায় আওয়ামী লীগের যুক্তরাষ্ট্র শাখার এক কর্মীকে আটক করেছে নিউইয়র্ক পুলিশ। আটক যুবকের নাম মিজানুর রহমান, যিনি সিলেটের বাসিন্দা বলে জানা গেছে।

সোমবার (২২ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাতে নিউইয়র্কের জ্যাকসন হাইটসের নবান্ন রেস্টুরেন্টের সামনে থেকে তাকে আটক করা হয়। এ সময় তাকে হাতকড়া পরিয়ে পুলিশ হেফাজতে নেওয়া হয়।

এর আগে, একই দিন দুপুরে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এবং তার সফরসঙ্গীরা। বিমানবন্দর থেকে বের হওয়ার সময় আখতার হোসেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারাকে ঘিরে স্লোগান দিতে থাকেন আওয়ামী লীগ ও যুবলীগের প্রবাসী কর্মীরা।

এই সময় হট্টগোলের মধ্যে আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়। তাসনিম জারাকে উদ্দেশ্য করে অশালীন ভাষায় গালিগালাজও করা হয় বলে অভিযোগ উঠেছে।

ঘটনার একপর্যায়ে আখতার হোসেন প্রতিক্রিয়ায় ‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগান দেন এবং পরে নিরাপত্তার সহায়তায় গাড়িযোগে বিমানবন্দর এলাকা ত্যাগ করেন।

প্রসঙ্গত, এনসিপি ও বিএনপির নেতাদের ওপর প্রবাসে আওয়ামী লীগের নেতাকর্মীদের এমন আচরণ নিয়ে রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।