2:43 pm, Thursday, 18 September 2025

হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে অবশিষ্ট সাক্ষ্য দিচ্ছেন নাহিদ

হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে অবশিষ্ট সাক্ষ্য দিচ্ছেন নাহিদ। ছবি: সংগৃহীত

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং আরেক অভিযুক্তের বিরুদ্ধে দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য দিচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১–এ বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এই সাক্ষ্যগ্রহণ শুরু হয়।

প্রসিকিউশনের পক্ষে শুনানিতে অংশ নিচ্ছেন প্রসিকিউটর মিজানুল ইসলাম এবং গাজী এমএইচ তামিম। শুনানির শুরুতেই অবশিষ্ট সাক্ষ্য দেন নাহিদ ইসলাম। পরবর্তীতে তাকে জেরা করেন আসামিপক্ষের রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন।

উল্লেখ্য, আগের দিন (১৭ সেপ্টেম্বর) বিকেল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত তার সাক্ষ্য গ্রহণ হয়। তবে তা অসম্পূর্ণ থাকায় ট্রাইব্যুনাল আজকের জন্য শুনানি মুলতবি করেছিল।

এর আগে, গত ১০ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও তৃতীয় আসামি মামুনের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয়। তাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের পাঁচটি অভিযোগ উত্থাপন করেছে প্রসিকিউশন।

মামলার আনুষ্ঠানিক অভিযোগপত্রটি ৮,৭৪৭ পৃষ্ঠার, যার মধ্যে তথ্যসূত্র ২,০১৮ পৃষ্ঠা, জব্দকৃত তালিকা ও দালিলিক প্রমাণাদি ৪,০০৫ পৃষ্ঠা এবং শহীদদের তালিকা সংক্রান্ত বিবরণ ২,৭২৪ পৃষ্ঠায় উপস্থাপন করা হয়েছে। মামলায় সাক্ষী হিসেবে আছেন মোট ৮১ জন।

গত ১২ মে এই মামলার তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কাছে জমা দেয় তদন্ত সংস্থা।

Write Your Comment

About Author Information

Bangladesh Diplomat

হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে অবশিষ্ট সাক্ষ্য দিচ্ছেন নাহিদ

Update Time : 12:31:07 pm, Thursday, 18 September 2025

মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং আরেক অভিযুক্তের বিরুদ্ধে দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য দিচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১–এ বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এই সাক্ষ্যগ্রহণ শুরু হয়।

প্রসিকিউশনের পক্ষে শুনানিতে অংশ নিচ্ছেন প্রসিকিউটর মিজানুল ইসলাম এবং গাজী এমএইচ তামিম। শুনানির শুরুতেই অবশিষ্ট সাক্ষ্য দেন নাহিদ ইসলাম। পরবর্তীতে তাকে জেরা করেন আসামিপক্ষের রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন।

উল্লেখ্য, আগের দিন (১৭ সেপ্টেম্বর) বিকেল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত তার সাক্ষ্য গ্রহণ হয়। তবে তা অসম্পূর্ণ থাকায় ট্রাইব্যুনাল আজকের জন্য শুনানি মুলতবি করেছিল।

এর আগে, গত ১০ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও তৃতীয় আসামি মামুনের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয়। তাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের পাঁচটি অভিযোগ উত্থাপন করেছে প্রসিকিউশন।

মামলার আনুষ্ঠানিক অভিযোগপত্রটি ৮,৭৪৭ পৃষ্ঠার, যার মধ্যে তথ্যসূত্র ২,০১৮ পৃষ্ঠা, জব্দকৃত তালিকা ও দালিলিক প্রমাণাদি ৪,০০৫ পৃষ্ঠা এবং শহীদদের তালিকা সংক্রান্ত বিবরণ ২,৭২৪ পৃষ্ঠায় উপস্থাপন করা হয়েছে। মামলায় সাক্ষী হিসেবে আছেন মোট ৮১ জন।

গত ১২ মে এই মামলার তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কাছে জমা দেয় তদন্ত সংস্থা।