ঢাকা বিশ্ববিদ্যালয়ের এম.ফিল প্রোগ্রামে অনিয়মিতভাবে ভর্তি হওয়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর ভর্তি বাতিলের প্রক্রিয়া শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট ইতোমধ্যেই তার ভর্তি সাময়িকভাবে বাতিল করেছে বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট সূত্র।
২০১৯ সালের ১১ মার্চ অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে গোলাম রাব্বানী ছাত্রত্ব না থাকা সত্ত্বেও সাধারণ সম্পাদক (জিএস) পদে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং নির্বাচিত হন। বৈধ শিক্ষার্থী না হওয়ায় তার প্রার্থিতা ছিল অবৈধ এমনটাই জানিয়েছে রাশেদ খানের অভিযোগের ভিত্তিতে গঠিত তদন্ত কমিটি। তারা গোলাম রাব্বানীর জিএস পদকে “অবৈধ” ঘোষণা দেওয়ার সুপারিশ করেছে।
তদন্ত প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, ২০১৯ সালের ডাকসু নির্বাচনে ভোট ডাকাতি, অনাবাসিক শিক্ষার্থীদের বাধা, কেন্দ্র দখল, জাল ভোট, ব্যালটে অবৈধ সিল, কৃত্রিম লাইন সৃষ্টি, ব্যালট বাক্স কারচুপিসহ নানা অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। এসব অভিযোগের প্রাথমিক সত্যতা মিললেও, তদন্ত কমিটি আরও গভীর অনুসন্ধানের সুপারিশ করেছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, পুরো বিষয়টি এখন চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে। তবে গোলাম রাব্বানীর ছাত্রত্ব বাতিল হলে তার ডাকসুর জিএস পদটিও আইনি ও নৈতিকভাবে টিকে থাকবে না।